প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ৪৪ হাজার টাকার মালিকের কত টাকা যাকাত আদায় করতে হবে?

৪৪ হাজার টাকার মালিকের কত টাকা যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ,

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কিছু প্রশ্ন ছিলো। দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।

ধরুন আমার কাছে ৪৪ হাজার টাকার গহনা এক বছর ধরে গচ্ছিত আছে। এখন সাড়ে বায়ান্ন তোলা রুপার বাজার মূল্য ৪০ হাজার টাকা। এখন কত টাকা যাকাত দিতে হবে?

দয়া করে উত্তর জানাবেন। আমার উত্তরটা জানা খুব দরকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যাকাত দিতে হয় চল্লিশ ভাগের এক ভাগ। সেই হিসেবে ৪৪ হাজারের যাকাত আসে ১,১০০/=[এক হাজার একশত টাকা]।

عَنْ عُبَيْدَةَ، قَالَ: سَأَلْتُ إِبْرَاهِيمَ، عَنْ رَجُلٍ لَهُ مِائَةُ دِرْهَمٍ وَعَشَرَةُ دَنَانِيرَ، قَالَ: «يُزَكِّي مِنَ الْمِائَةِ بِدِرْهَمَيْنِ، وَمِنَ الدَّنَانِيرِ بِرُبْعِ دِينَارٍ» وَقَالَ سَأَلْتُ الشَّعْبِيَّ فَقَالَ: «يُحْمَلُ الْأَكْثَرُ عَلَى الْأَقَلِّ، أَوْ قَالَ عَلَى الْأَكْثَرِ، فَإِذَا بَلَغَتْ فِيهِ الزَّكَاةُ زَكَّى (المصنف ابن ابى شيبة، كتاب الزكاة، فى الرجل تكون عندها مائة درهم وعشرة دنانير-6/393، رقم-9978)

وفى الخانية:فى كل مأتى درهم خمسة دراهم وفى كل عشرين مثقال نصف مثقال (تاتارخانية، كتاب الزكاة، زكاة المال-3/155، رقم-3977

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …