প্রশ্ন
বিসমিহিতা আলা
একজন মেয়ে হিন্দু হতে মুসলিম হয়েছে তার কারনে বাসা হতে সমস্যা হচ্ছে তবুও সে নিয়মিত রোজা রেখে যাচ্ছে তবে নামায পড়ার সুযোগ নেই, কোন মতেই নামাজ পড়তে পারতেছে না, যখনই সুযোগ পায় নামায পড়ে। এই অবস্থায় সে যদি নামাজ পড়তে না পারে তাহলে কি সে রোজা রাখবে নাকি নামাজ পড়তে না পারার কারনে রোজা ছেড়ে দিবে?
দয়া করে উত্তরটা দিলে উপক্রিত হতাম হযরত
উত্তর
بسم الله الرحمن الرحيم
রোযা ও নামায আলাদা ইবাদত। আলাদা ফরজ। একটি করতে না পারলে অন্যটি মাফ হয় না। তাই উক্ত বোনের উচিত রোযা রাখা। সাধ্যমত চেষ্টা করা নামায পড়ার। নামায পড়তে না পারলেও যেন কিছুতেই রোযা কাযা না হয়।
আল্লাহ তাআলা উক্ত বোনকে কবুল করুন। সকল বিপদ আপদ থেকে হিফাযত করুন। নও মুসলিম উক্ত বোনকে কুরআনের বঙ্গানুবাদ পড়তে দিন। এছাড়া “ঈমান জাগানিয়া সাক্ষাৎকার” সহ, মাওলানা আবুল হাসান আলী নদবী রহঃ, মাওলানা আশরাফ আলী থানবী রহঃ এর লিখিত বিভিন্ন বই পড়তে দিন। আল্লাহ তার ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমীন।
فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ [٢:١٨٥]
কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা-১৮৫]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]