প্রশ্ন
দাঁতের সমস্যার কারনে অনেকের দাঁত দিয়ে রক্ত পড়ে। এক্ষেত্রে প্রায় সময় এমন হয়; ঘুম থেকে উঠার পর মুখ দিয়ে থুতুর সঙ্গে রক্ত বের হয়। অনেক সময় রক্তের পরিমান খুবই বেশি হয়। রক্তের থোক বলা চলে। অনেক সময় থুতু ফেলার আগে অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে চলে যায়। অনেক সময় এমন হয় গলার অগ্রভাগে জমে থাকা ক্বফে রক্তের স্বাদ অনুভূত হয়। কফ ফেলতে গেলে রক্তের অংশই বেশি দেখা যায়। অর্থাৎ স্পষ্টই বুঝা যায় ঘুমন্ত অবস্থায় রক্ত গলার ভিতরে গিয়েছে অথবা যাওয়ার পথে। মুহতারাম মুফতি সাহেবের নিকট আমার জিজ্ঞাসা এই যে, উপরোক্ত অবস্থাগুলোতে রোযাদারের রোযার কোনো ক্ষতি হবে কি? মেহেরবানি করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি থুথু ও কফের তুলনায় রক্তের ভাগ সমান বা বেশি হয়, আর তা গলার ভিতর চলে যাওয়া নিশ্চিত হয়, তাহলে রোযা ভেঙ্গে যাবে।
এক্ষেত্রে দ্রুত চিকিৎসা করিয়ে নেয়া উচিত। অনিচ্ছাকৃত ভঙ্গ হওয়া রোযা পরবর্তীতে কাযা করে নিতে হবে।
(أَوْ خَرَجَ الدَّمُ مِنْ بَيْنِ أَسْنَانِهِ وَدَخَلَ حَلْقَهُ) يَعْنِي وَلَمْ يَصِلْ إلَى جَوْفِهِ أَمَّا إذَا وَصَلَ فَإِنْ غَلَبَ الدَّمُ أَوْ تَسَاوَيَا فَسَدَ وَإِلَّا لَا، إلَّا إذَا وَجَدَ طَعْمَهُ (الدر المختار مع رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسد-3/367-368)
وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ [٢:١٨٥]
আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। [সূরা বাকারা-১৮৫]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]