প্রচ্ছদ / মুফতি লুতফুর রহমান ফরায়েজীর কলাম / সামর্থবান ও দ্বীনের মুখলিস দাঈদের প্রতি উত্তরবঙ্গের দিকে নজর দেবার উদাত্ব আহবান!

সামর্থবান ও দ্বীনের মুখলিস দাঈদের প্রতি উত্তরবঙ্গের দিকে নজর দেবার উদাত্ব আহবান!

উত্তরবঙ্গ।

প্র‌ফেশনাল বক্ত‌ারা আ‌স‌তেই চান না যেসব স্থা‌নে।

আ‌গোছা‌লো আ‌য়োজন। উপস্থাপনার দুর্বলতাসহ আ‌র্থিক দৈন্যতা যেখা‌নে আবশ্যকীয়।

দূরত্বও এক‌টি বড় বাঁধা। মরার উপর খাড়ার গা হ‌য়ে টাঙ্গাই‌লের ভয়াবহ জ্যাম যার নিত্যসঙ্গী।
‌কিন্তু সময় থাক‌লে আমাকে কেন জা‌নি উত্তরবঙ্গ খুব টা‌নে।

এখা‌নের মানুষগু‌লো সহজ সরল। হ‌কের আওয়াজ শোনা থে‌কে ব‌ঞ্চিত।

নানা‌ভিদ ফিতনায় জর্জ‌রিত এক জনপদ। হ‌কের আওয়াজ যেখা‌নে ঢি‌মেতা‌লে জ্বল‌ছে।

বি‌শেষ ক‌রে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, কু‌ড়িগ্রা‌ম, লালম‌নির চিত্র বড় ভয়াবহ।

হি‌লি ছাড়া উপ‌রোক্ত চারটি জেলা‌তে ছেলেদের জন্য একটাও দাওরা‌য়ে হাদীস পর্যন্ত মাদরাসা নেই।
দ্বীনী শিক্ষার অভা‌বে মানুষগু‌লো নানা‌ভিদ ধর্মীয় কুসংস্কার এবং মুরতাদ হবার ফিতনায় প‌তিত।

আল্লাহ হিফাযত করুন।


গতকাল মাহ‌ফিল ছিল পঞ্চগড় জেলা শহ‌রে। আজ ছিল দিনাজপু‌রের পার্ব‌তীপুর।
কাছ থে‌কে দে‌খে‌ছি মানুষগু‌লোর জীবনযাত্রা।
দ্বী‌নের মুখ‌লিস দাঈ, কেব‌লি আল্লাহর কা‌ছে প্র‌তিদা‌নের আশায় যা‌দের কসরত, তা‌দের প্র‌তি উদাত্ব আহবান।‌ নজর দিন উত্তরব‌ঙ্গের দি‌কে। আ‌র্থিক সহ‌যো‌গিতা এবং দ্বী‌নের দাওয়াত নি‌য়ে, মাদরাসা প্র‌তিষ্ঠা ক‌রে আবাদ করুন এ জনপদ। অধ‌মের ই‌চ্ছে আ‌ছে সামর্থ হ‌লে উত্তরব‌ঙ্গের অব‌হে‌লিত কোন এক স্থা‌নে দাওরা‌য়ে হাদীস পর্যন্ত উন্নীত এক‌টি দ্বীনী দরসগাহ প্র‌তিষ্ঠা কর‌বো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ ক‌রে দিন। আমীন।

mufti Lutfor Faraji   সাহেবের কলাম থেকে

২২ জানুয়ারি, রোজ সোমবার, ২০১৮ইং

0Shares

আরও জানুন

কথিত আহলে হাদিসদের বুখারী আর আমাদের বুখারি কি তাহলে আলাদা ?

কুরআ‌নের এক‌টি আয়াত খুবই তাৎপর্যপূর্ণ। আস‌লে সব আয়াতই গুরুত্বপূর্ণ। ত‌বে গতকাল রা‌তে এক‌টি আয়াত বারবার …