প্রচ্ছদ / খাদ্য-দ্রব্য / খানা পাকানোর পর খানায় পোকা পাওয়া গেলে হুকুম কী?

খানা পাকানোর পর খানায় পোকা পাওয়া গেলে হুকুম কী?

প্রশ্ন

খাবার পাকানোর পর যদি খানায় পোকা পাওয়া যায়, তাহলে হুকুম কী? উক্ত খানা খাওয়া যাবে কি?

আমাদের মাদরাসায় এক ব্যক্তি চাউল পাঠিয়েছে। উক্ত চাইলে প্রচুর পরিমাণ পোকা আছে। বেছে ফেলে দেবার পরও যদি কিছু থেকে যায়, খানা খাবার সময় পাওয়া যায়, তাহলে উক্ত খানা খাওয়ার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পোকাগুলো ফেলে খানা খাওয়া যাবে। যদি পাকানোর পরও পাওয়া যায়, তাহলে ফেলে দিয়ে খানা খাবে কোন সমস্যা নেই।

সতর্ক থাকা অবস্থায় অনিচ্ছায় খেয়ে ফেললেও সমস্যা নেই।

خبز وجد فى خلاله خرء فأرة، فإن كان الخرء صلبا رمى به، واكل الخبز (الدر المختار مع رد المحتار، كتاب الخنثى، مسائل شتى-10/453)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …