প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / মিলনে অক্ষম স্বামীর জন্য টেষ্টটিউব বেবি নেবার হুকুম কী?

মিলনে অক্ষম স্বামীর জন্য টেষ্টটিউব বেবি নেবার হুকুম কী?

প্রশ্ন

আমি ভারত থেকে বলছি।

নাম নূরাইজ রিপন শাহ
প্রশ্ন :-

যদি কারো   স্বামী মিলনে অক্ষম হয় কিন্তু তার বীর্য সন্তান উৎপাদনে সক্ষম, সে ক্ষেত্রে সেই স্বামীর বীর্য তার নিজ স্ত্রী দেহে টিউবে মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে (যাকে বলে টেস্টটিউব বেবি) প্রবেশ করিয়ে সন্তান নেওয়া কি বৈধ্য হবে?
বি:দ্র :- বীর্য কিন্তু স্বামীর নিজের এবং সেটি নিজ স্ত্রী দেহে প্রবেশ করাবে।
উত্তর দিলে খুবি খুশি হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রশ্ন করার আগে আপনার কাংখিত প্রশ্নে উত্তর আাগেই সাইটে প্রকাশিত হয়েছে কি না? তা সার্চ করে দেখে নিন। প্রকাশিত থাকলে কষ্ট করে আবার প্রশ্ন করার কষ্ট থেকে বেঁচে যাবেন।
আপনার কাংখিত প্রশ্নের উত্তর আমাদের সাইটে অনেক আগেই প্রকাশিত হয়েছে।
দয়া করে এ প্রবন্ধটি পড়ুন-

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …