প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / নেইল পলিশ মাখা মাইয়্যেতের গোসল কিভাবে দিবে?

নেইল পলিশ মাখা মাইয়্যেতের গোসল কিভাবে দিবে?

প্রশ্ন

কোনো মহিলা হাতে নেইল পালিশ মেখে মারা গেলে , তাকে গোসল দিলে সে পাক হবে কিনা? সে নাপাক থাকলে বা তার জানাযা করা যাবে কি- না? বা কি করা উচিত?

উত্তর

بسم الله الرحمن الرحيم

নেইল পলিশের ভিতরে পানি প্রবেশ করে না, তাই নেইল পলিশ উঠিয়ে তারপর গোসল দিতে হবে।

উপর দিয়ে পানি প্রবাহিত করলে পাক হবে না।

নেইল পলিশ তুলে গোসল দিয়ে নামাযে জানাযা পড়াবে।

او لزق بأصل ظفره طين يابس ا رطب لم يجز (الفتاوى الهندية-1\2

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …