প্রশ্ন
From: Md. Shamsul Arefeen
বিষয়ঃ জামআতে নামায
মাসজিদের নীচ তলার পেছনের কাতার খালি রেখে উপরের তলায় জামাআতে নামাজে শামিল হলে নামাজ শুদ্ধ হবে ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি মসজিদের নীচ তলায় জামাতের ব্যবস্থা করা হয় (অর্থাৎ ইমাম সাহেব নীচ তলায় দাঁড়ান)তাহলে নীচ তলায় জায়গা ফাঁকা থাকা অবস্থায় কোন শরয়ী ওজর ছাড়া উপরের তলায় দাঁড়ানো মাকরূহে তাহরীমী ।
في الفتاوى التاتارخانية- الصلاة على الرفوف في المسجد الجامع من غير ضرورة مكروهة ‘ وعند الضرورة بأن إمتلأ السجد و لم يجد موضعا يصلي فيه ‘ فلا بأس به ) الفتاوى التاتارخانية 2/211 رقم 2193 )
في الدر المختار- وَلَوْ صَلَّى عَلَى رُفُوفِ الْمَسْجِدِ إنْ وَجَدَ فِي صَحْنِهِ مَكَانًا كُرِهَ كَقِيَامَةِ فِي صَفٍّ خَلْفَ صَفٍّ فِيهِ فُرْجَةٌ.
وفي ردالمحتار- قَوْلُهُ كَقِيَامِهِ فِي صَفٍّ إلَخْ هَلْ الْكَرَاهَةُ فِيهِ تَنْزِيهِيَّةٌ أَوْ تَحْرِيمِيَّةٌ، وَيُرْشِدُ إلَى الثَّانِي قَوْلُهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – ” وَمَنْ قَطَعَهُ قَطَعَهُ اللَّهُ ” (رد المحتار على الدر المختار ‘ زكريا ‘ كتاب الصلاة ‘ باب الامامة ‘ 2/ 312)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
আফজাল হুসাইন ফারুকী
শিক্ষক:তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক: তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]