প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / এক কুরবানীতে সকল আত্মীয়কে সওয়াবে অংশিদার করার পদ্ধতি কী?

এক কুরবানীতে সকল আত্মীয়কে সওয়াবে অংশিদার করার পদ্ধতি কী?

প্রশ্ন

প্রশ্ন কর্তা:
মো: আবু হানিফা।
বাসা: বগুড়া।

প্রশ্ন:-
সাহেবে নেসাবওয়ালা  ব্যাক্তি যদি একটি ছাগল বা বড় জন্তুতে একটা অংশ নিয়ে কুরবানি দেয় তাহলে এর সওয়াব তো সে নিজে পাবে।
কিন্তু ছেলে,মেয়ে ও স্ত্রী পাবে কী না ?
যদি না পায়,তাহলে পাওয়ার সূরত আছে কি ?

দ্রুত উত্তর জানালে ভাল হয়।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরবানী নিজের নামে করবে। কুরবানী হবার পর এর সওয়াব সকল আত্মীয়দের পৌঁছানোর নিয়ত করবে। ইনশাআল্লাহ নিজের কুরবানীও আদায় হবে। আবার আত্মীয়দের সওয়াবও পৌঁছানো হবে।

কিন্তু যদি অংশকে সবার নামে কুরবানী করে, তাহলে কুরবানী হবে না।

وان تبرع بها عنه له الأكل لأنه يقع على ملك الذابح والثواب للميت، ولهذا لو كان على الذابح واحدة سقطت عنه أضحيته (رد المحتار-9/484)

عَنْ عَائِشَةَ، أَوْ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ، اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ، سَمِينَيْنِ، أَقْرَنَيْنِ، أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ، فَذَبَحَ أَحَدَهُمَا عَنْ أُمَّتِهِ، لِمَنْ شَهِدَ لِلَّهِ، بِالتَّوْحِيدِ، وَشَهِدَ لَهُ بِالْبَلَاغِ، وَذَبَحَ الْآخَرَ عَنْ مُحَمَّدٍ، وَعَنْ آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (سنن ابن ماجه، رقم-3122)

لأن الموت لا يمنع التقرب عن الميت بدليل أنه يجوز أن يتصدق عنه ويحج عنه وقد صح أن رسول الله صلى الله عليه وسلم ضحى بكبشين أحدهما عن نفسه والآخر عمن لم يذبح من ا مته وإن كان منهم من قد مات قبل أن يذبح (رد المحتار-9/471، زكريا

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …