প্রশ্ন
**তার কি খোলা করা জায়েজ?
* এক অতৃপ্ত দুর্ভাগা মেয়ে ছোট থেকেই একটা ছেলেকে পছন্দ করে, পরবর্তীতে তার বিবাহ হয় যেখানে মা-বাবার মুখের দিকে চেয়ে নিজে বাসনাকে বিসর্জন দিয়ে বিবাহ করে।
কিন্ত তার ধৈর্য্যের নিকট সে হেরে যায়। কিছুতেই পারেনা তাকে ভুলতে। স্বামীকে মোটেও সে বাসতে পারবেনা ভাল। টুকরো হৃদয়, মন জুড়ে সেই ছেলেটাই, তাকেই চায়।
উল্লেখ্য সে ছোট থেকে + এখন ও তাকে ভালবাসে। কিন্ত দুর্ভাগ্যবশত অনিচ্ছাসত্বেও বিবাহ করতে হয়েছে। অথচ সেই স্বামীর প্রতি তার কোন আকর্ষণ নেই পালিয় বাঁচলেই যেন শান্তি
পায়।
এখন সে কি খোলা করতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
বিয়ে পূর্ব প্রেম একটি নাজায়েজ ও হারাম কাজ। এর মাধ্যমে উক্ত মেয়ে মারাত্মক গোনাহের কাজ করেছে। বিয়ে হবার পরও সেই পুরানো প্রেমকে মনের মাঝে জিইয়ে আরো জঘন্য পাপকর্ম।
সেই মহিলার উচিত অতি দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। উক্ত গোনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা। শরয়ী কোন কারণ ছাড়া অহেতুক বিবাহ বিচ্ছেদ একটি গর্হিত ও অনৈতিক কাজ। ইসলাম যা কিছুতেই সাপোর্ট করে না।
তাই এহেন কর্ম থেকে বিরত থাকতে হবে। সেই সাথে আল্লাহর ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়াবহ আজাবের কথা স্মরণ করে উক্ত মেয়েটির উচিত বর্তমান সংসারকেই সুন্দরভাবে পরিচালিত করা। সকল খারাপ খেয়াল মন থেকে দূর করে দেয়া।
তবে যদি সংসারে কোনভাবে শান্তি না আসে, অশান্তি লেগেই থাকে, তাহলে খোলা করতে পারে। তবে দোষী যেহেতু স্ত্রী। তাই এ কারণে খোলার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করার দ্বারা স্ত্রী সে গোনাহগার হবে। তবে খোলা করার দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ [٢:٢٢٩]
আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে।
কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে,তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে,তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে,তারাই জালেম। [সূরা বাকারা-২২৯]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]