প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মুদারাবা হিসেবে প্রদত্ব টাকার উপর যাকাত আসবে কি?

মুদারাবা হিসেবে প্রদত্ব টাকার উপর যাকাত আসবে কি?

প্রশ্ন

From: মোঃ আবু কায়সার
বিষয়ঃ জাকাত

প্রশ্নঃ
আমি কারওয়ান বাজারের এক মাছ ব্যবসায়ীকে ১,৫০,০০০/= মুদারাবা সিস্টেমে প্রদান করি যে লাভ লস ৫০% শেয়ারে ভাগাভাগি হবে।  টাকাটা ওকে আগস্ট মাসে দিয়েছি । এখনও টাকাটা ব্যবসায় খাটছে।  ২০০০০ টাকা মত লস হয়েছে, লাভ হিসেবে ৩ কিস্তিতে ১৫ হাজার টাকা পাওয়া গেছে।  বর্নিত এ সমস্ত টাকার উপর আমার এখন অথবা ভবিষ্যতে জাকাত হবে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

বর্তমানে যত টাকা মূলধন হিসেবে বাকি আছে। সেই সাথে লাভ হিসেবে যা প্রাপ্ত হয়েছেন, তার পুরোটার উপরই যাকাত আসবে।

কারণ, মুদারাবা হিসেবে দেয়া অর্থের মূল মালিক রাব্বুল মাল তথা যিনি টাকা প্রদান করেছেন তিনি নিজেই। তাই বছরান্তে এর উপর যাকাত আসবে।

لأنه ليس بمالك ولا نائب عنه في أداء الزكاة إلا أن يكون في المال ربح يبلغ نصيبه نصابا فيؤخذ منه لأنه مالك له ” (هداية، كتاب الزكاة، باب زكاة المال، فصل من يمر على العاشر-1/199، الهندية-1/184)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *