প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি ইমামের সাথে নামাযে দাঁড়ালাম। তারপর ঘুমের কারণে রুকু করতে পারিনি। ইমাম সাহেব রুকু থেকে উঠার পর আমার ঘুম ভাঙ্গে এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনি সাথে সাথে রুকুতে চলে যাবেন। রুকু শেষ করে এরপর ইমামের সাথে শরীক হবেন।
এক্ষেত্রে আপনার উক্ত ভুলের কারণে সাহু সেজদা আবশ্যক হবে না। কারণ, মুক্তাদীর ভুলের কারণে সাহু সেজদা আবশ্যক হয় না।
فى رد المحتار: فَإِذَا أَدْرَكَ بَعْضَ صَلَاةِ الْإِمَامِ فَنَامَ فَعَلَيْهِ أَنْ يُصَلِّيَ أَوَّلًا مَا نَامَ فِيهِ بِلَا قِرَاءَةٍ ثُمَّ يُتَابِعُ الْإِمَامَ،
وفيه ايضا: وَاللَّاحِقُ مَمْنُوعٌ عَنْ سُجُودِ السَّهْوِ لِأَنَّهُ خَلْفَ الْإِمَامِ حُكْمًا (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، مبحث واجبات الصلاة-2/156
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]