প্রশ্ন
From: faizullah
বিষয়ঃ রোযা সেহরী সমপকে
আমি ইতালি থাকি। এখানে ৭ রোযার সেহরির শেষ সময় ০৩:১৭ মিনিট।আমার সেহরি খাওয়া শেষ করতে সময় ৩:১৮মিনিট লেগেছে।আমার রোযা হবে কি? না কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আমাদের জানা মতে প্রতিটি সাহরী ও ইফতারের সময়সূচির ক্যালেন্ডারেই সতর্কতামূলক কত মিনিট আগ পিছ করে সময়টি লিখা হয়েছে তা লিখা থাকে।
আপনি যে সময়সূচি ফলো করছেন, সেখানে দেখুন সময়সূচিটি সুনির্দিষ্ট সময়ভিত্তিক দেয়া হয়েছে, নাকি সতর্কতামূলক কয়েক মিনিট আগেই সময় শেষ লেখা হয়েছে?
যদি দু’ এক মিনিট বা এর চেয়ে বেশি সময় আগেই সতর্কতামূলক সেহরীর শেষ সময় লেখা হয়ে থাকে। তাহলে আপনার রোযাটি হয়ে গেছে। আর যদি একদম সঠিক টাইমই লিখা হয়ে থাকে। তাহলে আপনার রোযা হয়নি। পরবর্তীতে কাযা করে নিতে হবে।
উদাহরণতঃ
সুবহে সাদিক হয় ৩ বেজে ১৯ মিনিটে। কিন্তু ক্যালেন্ডারে সতর্কতামূলক লেখা হয়েছে সুবহে সাদিক তথা সেহরীর শেষ সময় হল ৩টা ১৭ মিনিট।
তাহলে বুঝা গেল, সেহরীর শেষ সময় মূলত ৩টা ১৯। কিন্তু সতর্কতা হিসেবে লিখা হয়েছে ৩টা ১৭।
তাই ক্যালেন্ডারে ১৭ লেখা থাকলেও আপনি ১৯ এর আগ পর্যন্ত প্রয়োজনে সেহরী খেতে পারেন। কিন্তু এর পর খেলে রোযা হবে না।
তাই আপনি যে ক্যালেন্ডার অনুপাতে খানা খাচ্ছেন, সেটির সময় সংশ্লিষ্ট মন্তব্যটি দেখে নিন। সেই অনপাতে আপনার রোযা হল, কি না? তা আপনি নিজেই বের করে নিতে পারবেন।
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ [٢:١٨٧]
আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। [সূরা বাকারা-১৮৭]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]