প্রচ্ছদ / প্রশ্নোত্তর / দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল এ বক্তব্য নির্ভর হাদীসটি জাল?

দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল এ বক্তব্য নির্ভর হাদীসটি জাল?

প্রশ্ন

আসসালামুআলাইকুম।

মুফতি সাহেব,দুনিয়ার মহব্বত সকল পাপের মূল (বাইহাকী)। এই হাদীস নাকি জাল?

প্রশ্নকর্তা- এনামুল হক।

 

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 এ হাদীসটি  হযরত হাসান বসরী রহঃ থেকে মুরসাল সূত্রে বর্ণিত।

حب الدنيا رأس كل خطيئة. “هب عن الحسن” مرسلا

হাসান বসরী রহঃ থেকে বর্ণিত। দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল। {কানযুল উম্মাল, হাদীস নং-৬১১৪}

অন্য শব্দে এসেছে

عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ قَالَ: ” كَانَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ يَقُولُ: حُبُّ الدُّنْيَا أَصْلُ كُلِّ خَطِيئَةٍ ,

হযরত সুফিয়ান বিন সাঈদ বলেন, হযরত ঈসা আঃ বলতেন, দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল। {কানযুল উম্মাল, হাদীস নং-৯৯৭৪}

হাদীসটির নিসবত হযরত আনাস বিন মালিক রাঃ এর দিকে নিসবত করে রাসূল সাঃ পর্যন্ত মারফূ করে জামেউল উসূল গ্রন্থে বর্ণিত।

أنس بن مالك – رضي الله عنه -: قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «حُبُّ الدنيا رأسُ كلِّ خَطِيئَة،

হযরত আনাস বিন মালিক রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল। {জামেউল উসূল, হাদীস নং-২৬০৩}

এ হাদীস নিয়ে বিস্তর কালাম রয়েছে। ইবনে আবিদ্দুনিয়া রহঃ উপরোক্ত বক্তব্যটিকে হযরত মালিক বিন দিনারের বক্তব্য বলে উদ্ধৃত করেছেন স্বীয় গ্রন্থ মাকায়েদুশ শয়তানএ।

ইমাম বায়হাকী রহঃ স্বীয় কিতাবুজ যুহদগ্রন্থে হযরত ঈসা আঃ এর উক্তি বলে উল্লেখ করেছেন।

ইমাম বায়হাকী রহঃ শুয়াবুল ঈমান গ্রন্থের ৭১ নং অধ্যায়ে ও এ বক্তব্যটি উদ্ধৃত করেছেন।

সাঈদ বিন মাসউদ রাঃ এর উক্তি বলে উল্লেখ করেছেন ইবনে লাহিয়ার সূত্রে ইবনে ইউনুস তার তারীখে মিসরগ্রন্থে।

হযরত দায়লামী রহঃ তার ফিরদাউস নামক গ্রন্থেও তা উদ্ধৃত করেছেন। আর দায়লামী রহঃ এর ছেলে সূত্র ছাড়াই হযরত আলী রাঃ কে রাবী সাব্যস্ত করে রাসূল সাঃ থেকে মারফূ হিসেবে উল্লেখ করেছেন।

ইবনে তাইমিয়া রহঃ উক্ত বক্তব্যটিকে দৃঢ়তার সাথে হযরত জুনদুব বাজালী রাঃ বলে উল্লেখ করেছেন।

আলী বিন মাদানী রহঃ স্পষ্ট ভাষায় বলেছেন যে, হযরত হাসান বসরী রহঃ এর মুরসাল বর্ণনা যদি সিকা রাবীবৃন্দ  বর্ণনা করেন, তাহলে সহীহ। সেই হিসেবে এ হাদীসটিও সহীহ হচ্ছে।

হযরত আবূ জুরআ রহঃ বলেন, হাসান বসরী রহঃ যখনি কোন হাদীসের ক্ষেত্রে قال رسول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَতখন আমি উক্ত হাদীসের ভিত্তি আমি খুঁজে পেয়েছি।

ইমাম দারা কুতনী রহঃ বলেন, হাদীসটি জঈফ।

বিস্তারিত জানতে পড়ন- আল্লামা সাখাবী রহঃ কৃত আলমাকাসিদুল হাসান ফী বায়ানি মিনাল আহাদীসিল মুশতাহারাতি আলাল আলসিনাহ, বর্ণনা নং-৩৮৪}

আরো কিছু কালাম উদ্ধৃত করা হল-

১-  আল্লামা ইরাকী রহঃ বলেন, হাদীসটি মুরসাল। {তাখরীজুল আহয়িয়া-৩/২৪৯}

২-  আল্লামা সাখাবী রহঃ বলেন, হাদীসটি মুরসাল এবং এর সনদ হাসান।{ফাতহুল মুগীছ-১/২৬৫}

৩-  আল্লামা সুয়ূতী রহঃ বলেন, হাসান বসরী পর্যন্ত এর সনদ আছে, তাই এটি জাল হওয়ার কোন প্রমাণ নেই। {তাদদরীবুর রাবী-১/৪৮৬}

৪-  মোল্লা আলী কারী রহঃ বলেন, এর সনদ হাসান মুরসাল। {আলআসরারুল মারফূআ-১৮৮}

৫-  মুহাম্মদ বিন মুহাম্মদ আলগুজ্জি রহঃ বলেন, হাসান সনদে মুরসাল। {ইতকান মাউহসিনু-৩৫৯}

৬-  আল্লামা যারকানী রহঃ বলেন, হাদীসটি হাসান। {মুখতাসারুল মাকাসিদ-৩৫৯}

৭-  আল্লামা আজলুনী রহঃ বলেন, সনদটি হাসান। {কাশফুল খাফা-১/৪১২}

৮-  আল্লামা জারুল্লাহ আসসাদী রহঃ বলেন, হাসান মুরসাল। {আননাওয়াফে-১২০}

৯-  আল্লামা শাওকানী রহঃ বলেন, শক্তিশালী মুরসাল এটি। অর্থটি সহীহ। {আলফাতহুর রাব্বানী-৪/১৭৯২}

১০- আলবানী রহঃ বলেন, জঈফ। {জঈফুল জামে, নং-২৬৮২}

গ্রহণযোগ্য কোন মুহাদ্দিস ও জরাহ তাদীলের ইমামগণ উক্ত হাদীসটিকে জাল-বানোয়াট বলে মন্তব্য করেননি। নাসীরুদ্দীন আলবানী রহঃ ও ইবনে উসাইমিন রহঃ ছাড়া। নাসীরুদ্দীন আলবানীরও একটি উক্তি এটি দুর্বল তবে জাল নয়।

এতসব গ্রহণযোগ্য, জগত বিখ্যাত জারাহ তাদীলের ইমামগণের বক্তব্যের বিপরীতে আলবানী ও উসাইমিন রহঃ এর জাল মন্তব্যের গ্রহণ করার কোন সুযোগই নেই। উল্লেখিত মুহাদ্দিসগণ ছিলেন জারাহ তাদীলের ইমাম। আর নাসীরুদ্দীন আলবানী রহঃ ও ইবনে উসাইমিন হলেন প্রচলিত সাধারণ মুহাদ্দিস। সুতরাং জারাহ তাদীলের ইমামগণের বক্তব্য উপেক্ষা করে তাদের দুজনের বক্তব্য নেয়ার কোন অর্থই হয় না।

সুতরাং এ হাদীসটিকে জাল বলা ধৃষ্টতা বৈ কিছু নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *