প্রশ্ন
আসসালামু আলাইকুম।
প্রশ্নঃ নামাজ ভঙ্গের ১৯ টি কারণের মধ্যে একটি হল, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। অর্থাৎ ইমামের রুকু সেজদা হতে উঠার আগেই মুক্তাদির উঠা।
কিন্তু ফাতওয়া আলমগীরী ১/১০৭, এর বর্ণনা অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে মুক্তাদি ইমামের আগে উঠলে নামাজ মাকরুহ হবে। বিষয়টির সুষ্ঠু সমাধান জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি দু’টি মাসআলাকে একসাথে গুলিয়ে ফেলেছেন। আসলে মাসআলা এখানে দু’টি। যথা-
১
ইমাম যেখানে দাঁড়ায়, সেখান থেকে মুসল্লি এক দেড় হাত এগিয়ে দাঁড়ালে মুসল্লির নামায হবে না। কারণ, এতে করে ইমামের ইক্তিদা তথা ইমামের পিছনে মুসল্লি হচ্ছে না, বরং মুসল্লি ইমামের আগে চলে যাচ্ছে।
এ মাসআলাকেই সংক্ষেপে বলা হয়েছে “ইমামের আগে মুক্তাদী দাঁড়ানো” নামায ভঙ্গের কারণের একটি।
২
নামাযের মাঝে রুকু সেজদায় ইমামের আগে মুক্তাদীর দাঁড়িয়ে বা বসে যাওয়া মাকরূহ। যেমন ইমাম রুকু থেকে উঠার আগেই মুক্তাদী রুকু থেকে উঠে যাওয়া মাকরূহ।
এ মাসআলাটি ফাতওয়ায়ে আলমগীরীতে আপনি দেখেছেন।
তাহলে এ দুই মাসআলায় আর কোন প্রকার বৈপরিত্বই থাকছে না। দু’টি মাসআলা সম্পূর্ণ ভিন্ন। একটি হল, ইমাম থেকে সামনে দাড়ানোর মাসআলা। যা করলে নামায ভেঙ্গে যায়। আরেকটি হল, ইমামের আগে রুকন আদায় করা, যা হল মাকরূহ।
তাহলে আপনার প্রশ্নের কোন সুযোগই আর বাকি থাকছে না।
وَلَوْ تَقَدَّمَ عَلَى الْإِمَامِ مِنْ غَيْرِ عُذْرٍ فَسَدَتْ صَلَاتُهُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.
যদি মুক্তাদী উজর ছাড়াই ইমামের আগে চলে যায়, তাহলে তার নামায ভেঙ্গে যাবে। [ফাতাওয়া আলমগীরী-১/১০৩, মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ]
وَيُكْرَهُ لِلْمَأْمُومِ أَنْ يَسْبِقَ الْإِمَامَ بِالرُّكُوعِ وَالسُّجُودِ وَأَنْ يَرْفَعَ رَأْسَهُ فِيهِمَا قَبْلَ الْإِمَامِ. كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
ইমামের আগে রুকু, সেজদায় চলে যাওয়া এবং ইমামের আগে মাথা উঠিয়ে ফেলা মুক্তাদীর জন্য মাকরূহ। [ফাতাওয়া আলমগীরী-১/১০৭, মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]