প্রশ্ন
From: আব্দুল কাইয়ুম
বিষয়ঃ তালাক
প্রশ্নঃ
একজন লোক তার স্ত্রীকে বললো তুই এক তালাক, তুই এক তালাক , তুই এক তালাক তাহলে ঐ স্ত্রীরির উপর কয় তালাক পতিত হবে? এবং শরিয়তে তার বিধান কি? দয়া করে একটু তাড়াতাড়ি জানাবেন। খুব জরুরী।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু আমাদের দেশটি ইসলামী রাষ্ট্র নয়। এখানে ইসলামী আইন অনুপাতে আইন চলে না। তাই এসব মাসআলায় সুনির্দিষ্ট বিধান বলাটা আসলেই দূঃরহ।
প্রশ্নোক্ত অবস্থায় ব্যক্তি যদি প্রথম শব্দটি দ্বারা এক তালাক, আর বাকি দুইবার বলার দ্বারা নতুন তালাক নয়, বরং প্রথম কথার তাকীদ হিসেবে বলে থাকে, তাহলে এক তালাকে রেজয়ী হয়েছে। অর্থাৎ স্বামী উক্ত স্ত্রীকে তার ইদ্দতের মাঝেই ফিরিয়ে নিতে পারবে। নতুন করে বিয়ে করার প্রয়োজন নেই।
আর যদি প্রতিটি এক তালাক বলার দ্বারা আলাদা তালাক উদ্দেশ্য নিয়ে থাকে, তাহলে তিন তালাকে মুগাল্লাজা হয়ে গেছে। এখন আর উক্ত স্ত্রীকে রাখতে পারবে না। স্ত্রী তার উপর হারাম হয়ে গেছে।
মোটকথা লোকটির নিয়তের উপর নির্ভরশীল এর হুকুম। ব্যক্তি আল্লাহকে ভয় করে, সত্য নিয়তটিই প্রকাশ করবে এবং সেই অনুপাতে হুকুম বুঝে নিবে।
رَجُلٌ قَالَ لِامْرَأَتِهِ أَنْتِ طَالِقٌ أَنْتِ طَالِقٌ أَنْتِ طَالِقٌ فَقَالَ عَنَيْت بِالْأُولَى الطَّلَاقَ وَبِالثَّانِيَةِ وَالثَّالِثَةِ إفْهَامَهَا صُدِّقَ دِيَانَةً وَفِي الْقَضَاءِ طَلُقَتْ ثَلَاثًا كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ
مَتَى كَرَّرَ لَفْظَ الطَّلَاقِ بِحَرْفِ الْوَاوِ أَوْ بِغَيْرِ حَرْفِ الْوَاوِ يَتَعَدَّدُ الطَّلَاقُ وَإِنْ عَنَى بِالثَّانِي الْأَوَّلَ لَمْ يُصَدَّقْ فِي الْقَضَاءِ (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل الاول فى الطلاق الصريح-1/355-356، تاتارخانية-3/289)
كرر لفظ الطلاق وقع الكل، وإن نوى التأكيد دين.
(قوله وإن نوى التأكيد دين) أي ووقع الكل قضاء، وكذا إذا طلق أشباه: أي بأن لم ينو استئنافا ولا تأكيدا لأن الأصل عدم التأكيد (رد المحتار، كتاب الطلاق، باب طلاق غير المدخول بها، قبيل باب الكنايات-4/521
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]