প্রশ্ন
আসসালামু আলাইকুম।
হযরত আমি রহমাতুল্লাহ। বাড়ি লক্ষিপুর। জানতে চাই, যদি আমার হজ্ব করার সামর্থ না থাকে, বা এমন হয় যে, আমি ৪/৫ বছর টাকা জমানোর পর হজ্ব করতে পারবো বলে সন্দেহ থাকে। এমন সময় যদি কোন বিত্তবান লোক আমাকে হজ্ব করার জন্য টাকা দেয়, যাতে করে আমি হজ্ব করতে পারি। তাহলে আমার হজ্ব কবুল হবে কি?
ঐ লোক এর নিয়ত হল, সে প্রতি বছর এক জনকে হজ্ব করায়। এখন এ টাকা দিয়ে হজ্ব করলে আমার ফরযিয়্যাত আদায় হবে কি? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যিনি টাকা দিয়েছেন, তার উদ্দেশ্য দুই ধরণের। যথা-
১
তার নিজের বদলী হজ্ব করানোর জন্য আপনাকে টাকা দিচ্ছে।
২
বদলী নয় বরং আপনার নিজের হজ্ব করানোর জন্য সহযোগিতা করছে।
যদি বদলী হজ্ব করানোর জন্য আপনাকে হজ্বে পাঠিয়ে থাকে, তাহলে এর দ্বারা পরবর্তীতে আপনার হজ্ব করার সামর্থবান হলে, আপনার উপরের হজ্বের ফরযিয়্যাত বাদ হবে না। বরং পরবর্তীতে হজ্ব করার সামর্থ হলে আবার হজ্ব করতে হবে।
আর যদি বদলী হজ্ব নয়, বরং আপনার নিজের হজ্ব করার জন্য সহযোগিতা স্বরূপ টাকা দিয়ে থাকে, তাহলে আপনার ফরজ হজ্ব আদায় হয়ে যাবে। পরবর্তীতে সামর্থবান হলেও আপনার উপর হজ্ব আবশ্যক থাকবে না।
وَلَوْ تَكَلَّفَ هَؤُلَاءِ الْحَجَّ بِأَنْفُسِهِمْ سَقَطَ عَنْهُمْ حَتَّى لَوْ صَحُّوا بَعْدَ ذَلِكَ لَا يَجِبُ عَلَيْهِمْ الْأَدَاءُ؛ لِأَنَّ سُقُوطَ الْوُجُوبِ عَنْهُمْ لِدَفْعِ الْحَرَجِ فَإِذَا تَحَمَّلُوهُ وَقَعَ عَنْ حِجَّةِ الْإِسْلَامِ كَالْفَقِيرِ إذَا حَجَّ (البحر الرائق، كتاب الحج-2/546، فتح القدير-2/416، بدائع-2/301)
(قَوْلُهُ: كَالْفَقِيرِ إذَا حَجَّ) أَيْ فَإِنَّهُ يَسْقُطُ عَنْهُ الْفَرْضُ حَتَّى لَوْ اسْتَغْنَى لَا يَجِبُ عَلَيْهِ أَنْ يَحُجَّ، (منحة الخالق على البحر الرائق-2/546)
اتفقوا ان الفرض يسقط عن الآمر ولا يسقط عن المامور، (البحر الرائق-3/110، الفتاوى الهندية-1/257، زيلعى-2/85)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]