প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
হুজুরের কাছে আমার আবেদন, মদ সম্পর্কে বিস্তারিত জানাতে।
বিঃদ্রঃ
বিয়ার কিংবা বিদেশী পানীয় কি মদের আওতায় পড়ে?
আমি সাইফুল ইসলাম, ইন্ডিয়া থেকে।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সমাজে যেসব পণ্য মাদক হিসেবে প্রচলিত এসবই মদের বিধানের অধীন হবে। এর কমবেশি সবই হারাম।
তবে যা সরাসরি মাদক দ্রব্য হিসেবে প্রচলিত নয়। সেই সাথে তা নেশাগ্রস্ত করে না, তাহলে এসব পণ্যে অন্য কোন হারাম উপাদান না থাকলে হারাম বলার সুযোগ নেই।
সেই হিসেবে বিয়ার আমাদের সমাজে মদ হিসেবেই প্রচলিত। এসব খাওয়ার দ্বারা মানুষ নেশাগ্রস্ত হয়। তাই এ পণ্য মদ হিসেবেই ধরা হবে। মদের যে বিধান এরও একই বিধান তথা বিয়ার পান করা হারাম।
কিন্তু এছাড়া যেসব সাধারণ পানীয় পাওয়া যায়, যেমন পেপসি, সেভেন আপ, এসব কোনটিই মাদক দ্রব্য হিসেবে প্রচলিত নয়। আর এসব খাওয়ার দ্বারা ব্যক্তি মাতালও হয় না। তাই এসব সাধারণ পানীয়তে অন্য কোন হারাম উপাদান থাকার নিশ্চয়তা পাওয়া না গেলে পান করাতে কোন সমস্যা নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। [বুখারী, হাদীস নং-৪৩৪৩]
আরেক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
ما أسكر كثيره فقليله حرام
যে বস্তু বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়াও হারাম। [জামে তিরমিজী, হাদীস নং-১৮৬৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৩৯৩, সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৬৮১]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]