প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / সহবাস ছাড়া তিন তালাক প্রদানকৃত মহিলাকে দ্বিতীয়বার বিবাহ করা যাবে কি?

সহবাস ছাড়া তিন তালাক প্রদানকৃত মহিলাকে দ্বিতীয়বার বিবাহ করা যাবে কি?

প্রশ্ন

একজন মানুষ বিয়ে করে তার স্ত্রীকে নিজের বাড়িতে এনে এক ঘন্টা পর স্বামীর রুমে ঢুকার পূর্বেই বিনা সহবাসে তিন তালাক দিয়ে দিলেন তাই স্ত্রী নিজের বাপের বাড়ি চলে গেলেন।এখন প্রশ্ন হল স্বামী সেই স্ত্রীকে বিবাহ করতে চায় তাহলে এখন কি করতে হবে।উত্তর দিয়ে বাধিত করবেন।

প্রশ্নকারী-
ইমদাদুল্লাহ ভারত,রাজ্য- আসাম,জিলা- হাইলাকান্দি , থানা-কাটলিছড়া

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি স্বাভাবিকভাবে উক্ত স্ত্রীলোকের অন্য কোথাও বিয়ে হয়, দ্বিতীয় স্বামীর সাথে ঘর সংসার করা অবস্থায় কোন কারণে তালাক হয়ে যায়। তাহলে তালাকের পর ইদ্দত পালন শেষে আবার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এছাড়া কোন সূরত নেই।

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ [٢:٢٣٠

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। [সূরা বাকারা-২৩০]

إذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ الدُّخُولِ بِهَا وَقَعْنَ عَلَيْهَا فَإِنْ فَرَّقَ الطَّلَاقَ بَانَتْ بِالْأُولَى وَلَمْ تَقَعْ الثَّانِيَةُ وَالثَّالِثَةُ وَذَلِكَ مِثْلُ أَنْ يَقُولَ أَنْتِ طَالِقٌ طَالِقٌ طَالِقٌ (الفتاوى الهندية، كتاب الطلاق، الْفَصْلُ الرَّابِعُ فِي الطَّلَاقِ قَبْلَ الدُّخُولِ-1/373

قَوْلُهُ: طَلَّقَ غَيْرَ الْمَدْخُولِ بِهَا ثَلَاثًا وَقَعْنَ) سَوَاءٌ قَالَ أَوْقَعْت عَلَيْك ثَلَاثَ تَطْلِيقَاتٍ أَوْ أَنْتِ طَالِقٌ ثَلَاثًا (البحر الرائق، كتاب الطلاق، فصل فى طلاق غير المدخول بها-2/213، النهر الفائق، كتاب الطلاق، فصل فى الطلاق قبل الدخول-2/352

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *