প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / চুরির বস্তু ক্রয়বিক্রয়কারীর সাথে কুরবানী দেয়া যাবে কি?

চুরির বস্তু ক্রয়বিক্রয়কারীর সাথে কুরবানী দেয়া যাবে কি?

প্রশ্ন

From: ছাঈদ কোদালাভী (সৌদী আরব হতে)
বিষয়ঃ চোরা সেগুন কাঠের ব্যবসার পয়সায় কোরবানী হবে কিনা?
প্রশ্নঃ
আমার বাড়ী চট্টগ্রামের চন্দ্রঘোনা এলাকায়, গ্রামের অনেকে সরকারী সেগুন কাটের ব্যবসা করেন, যে কাঠ গুলো কাঠুরিয়ারা চোরি করে পাহাড় হতে গ্রামে এনে বিক্রি করে, আর বেপারীরা ঐসব কাঠ দেশের বিভিন্ন শহরে চালান করে কোটি কোটি টাকা আয় করেন যা দন্ডনীয় অপরাধ!
প্রশ্ন হলো ঐ ব্যবসার টাকায় কোরবানী করলে তা আদায় হবে কিনা?
তাদের ঐ ব্যবসার টাকা মসজিদ মাদ্রাসায় চাঁদা স্বরুপ গ্রহন করা যাবে কিনা জানালে উপকৃত হবো।

যাজাকুমুল্লাহ খায়রা।

উত্তর

بسم الله الرحمن الرحيم

চুরি করার যেমন গোনাহ, তেমনি চুরির বস্তু জানার পরও তা ক্রয় করাও গোনাহ।

তা’ই এমন চুরির কাঠ বিক্রির টাকায় কুরবানীর পশুতে শরীক হলে বাকি শরীকদের কারো কুরবানী হবে না।

عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم أنه قال : من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد اشرك في عارها واثمها ( سنن البيهقى الكبرى-كتاب البيوع، باب كراهية مبايعة من أكثر ماله من الربا أو ثمن المحرم،

অনুবাদ-আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেছেন যে, যে ব্যক্তি কোন চুরির বস্তু চুরির মাল জেনেও ক্রয় করে তবে সেও সেই অপরাধে এবং গোনাহে শরীক হবে।(মুসনাদে ইসহাক বিন রাহুয়া, হাদীস নং-৪১২, শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৫১১২, মুস্তাদরাক আলাস সাহীহাইন, হাদীস নং-২২৫৩, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১০৮২৬, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২২০৬০)

 

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *