প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / ঈদের নামাযের জন্য ইমামের বেতন নির্ধারণ করা যাবে কি?

ঈদের নামাযের জন্য ইমামের বেতন নির্ধারণ করা যাবে কি?

প্রশ্ন

ঈদের নামাজের এমামের জন্য বেতন নির্ধারণ করা যাবে কিনা। বেশি টাকার বিনিময়ে এমাম সাহেব ঈদের মাঠ পরিবর্তন করতে পারবে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, পারবে। যেহেতু ঈদের নামায শেয়ারে ইসলাম তথা ইসলামের প্রতীক। এটি একটি আবশ্যকীয় ইবাদত। তা’ই এটি আদায়ের জন্য কাউকে বেতনভূক্ত হিসেবে নিয়োগ প্রদান করা সম্পূর্ণ জায়েজ।

সুযোগ সুবিধা বেশি পেলে, আর ইমাম সাহেবের ব্যক্তিগত প্রয়োজন বেশি হলে তিনি প্রয়োজনে ঈদগাহ পরিবর্তনও করতে পারেন। এতে দোষণীয় কিছু নেই।

قال فى الدر: ( و ) لا لأجل الطاعات مثل ( الأذان والحج والإمامة وتعليم القرآن والفقه ) ويفتى اليوم بصحتها لتعليم القرآن والفقه والإمامة والأذان . (الدر المختار مع رد المحتار : 9/76 كتاب الاجارة

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *