প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ঋণ পরিশোধের আগে বাসা ভাড়া মাফ শর্তে ঋণ সুবিধা নেয়া কি জায়েজ?

ঋণ পরিশোধের আগে বাসা ভাড়া মাফ শর্তে ঋণ সুবিধা নেয়া কি জায়েজ?

প্রশ্ন

হুজুর, আমার বাসায় এক ব্যক্তি ভাড়া থাকে। আমি তার কাছ থেকে বিশ লাখ টাকা ঋণ নিয়েছি। যতোদিন পর্যন্ত তার ঋণ আদায় করতে না পারবো, ততোদিন তার থেকে ভাড়া নিবো না বলে চুক্তি করেছি।

এভাবে চুক্তি করে ঋণ নেয়া জায়েজ কি না? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এভাবে চুক্তি করা পরিস্কার সুদী মুআমালা। তাই এ চুক্তি করা জায়েজ নেই।

প্রতি মাসের ভাড়া হিসেবে যদি ঋণ থেকে মাফ করিয়ে নেন, তাহলে জায়েজ হবে।

কিন্তু ঋণের বদলে  ভাড়া মাফের চুক্তিটি সুদী লেনদেন। তা জায়েজ হবে না।  

عن فضالة بن عبيد صاحب النبى صلى الله عليه وسلم أنه قال: كل قرض جر منفعة، فهو وجه من وجوه الربا (السنن الكبرى للبيهقى-8/276، رقم-11092)

كل قرض جر نفعا حرام، فكره للمرتهن سكنى المرهونة بإذن الراهن (الدر المختار مع رد المحتار، زكريا-7/395، كرتاشى-5/166)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

অপরাধের কারণে কাউকে জুমআ পড়তে নিষেধ করা মসজিদে জুমআর নামায কি শুদ্ধ হবে?

প্রশ্ন বরাবর, ফতুয়া বিভাগ। তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা, বাংলাদেশ।   বিষয়ঃ জুমাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস