প্রশ্ন
আসসালামু-‘আলাইকুমঃ হযরত মুফতী সাহেব দাঃবাঃ
প্রশ্ন ঃ একজন মহিলার পাচ তুলা সোনা ও সাত সেট কাপড় আছে যা সে নিয়মিত ব্যবহার করে। এ মহিলার কি কুরবানি ওয়াজিব হবে?
জানালে কৃতার্থ হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি এছাড়া আর কোন সম্পদ না থাকে, তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে না। তবে যদি এছাড়া আরো সম্পদ থাকে, যা তার জিলহজ্ব মাসের দশ, এগারো ও বারো তারিখ এ তিনদিনের প্রয়োজন অতিরিক্ত কিন্তু সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে তার উপর কুরবানী করা আবশ্যক।
উদাহরণতঃ
উক্ত মহিলার কাছে পাঁচ তোলা স্বর্ণ আছে। সেই সাথে তিন হাজার টাকা আছে।
এবার দেখতে হবে সাড়ে বায়ান্ন তোলার রূপার মূল্য কত? কথার কথা সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য হল, চল্লিশ হাজার টাকা। আর পাঁচ তোলা স্বর্ণের মূল্য পঞ্চাশ হাজার টাকা।
তাহলে বুঝা গেল, উক্ত মহিলা তিপ্পান্ন হাজার টাকার মালিক। আর নিসাবের মালিক হবার জন্য প্রয়োজন চল্লিশ হাজার টাকা। তাই উক্ত মহিলা নেসাবের মালিক হয়ে যাচ্ছে।
এবার যদি উক্ত টাকা তার আবশ্যকীয় প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে তার উপর কুরবানী আবশ্যক হবে।
এ হিসেবে প্রশ্নোক্ত মহিলার উপর কুরবানী আবশ্যক কি না? তা আপনি নিজেই বের করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
(وَأَمَّا) (شَرَائِطُ الْوُجُوبِ) : مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،………. وَالْمُوسِرُ فِي ظَاهِرِ الرِّوَايَةِ مَنْ لَهُ مِائَتَا دِرْهَمٍ أَوْ عِشْرُونَ دِينَارًا أَوْ شَيْءٌ يَبْلُغُ ذَلِكَ سِوَى مَسْكَنِهِ وَمَتَاعِ مَسْكَنِهِ وَمَرْكُوبِهِ وَخَادِمِهِ فِي حَاجَتِهِ الَّتِي لَا يَسْتَغْنِي عَنْهَا، فَأَمَّا مَا عَدَا ذَلِكَ مِنْ سَائِمَةٍ أَوْ رَقِيقٍ أَوْ خَيْلٍ أَوْ مَتَاعٍ لِتِجَارَةِ أَوْ غَيْرِهَا فَإِنَّهُ يُعْتَدُّ بِهِ مِنْ يَسَارِهِ،(الفتاوى الهندية، كتاب الأضحية، فصل شرائط الوجوب-5/292، رد المحتار، كتاب الاضحية-9/452-453، مجمع الانهر-4/167)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]