প্রচ্ছদ / নফল ইবাদত / তাহাজ্জুদ ও শবে কদর ও শবে বরাতের নামায কিভাবে আদায় করবে?

তাহাজ্জুদ ও শবে কদর ও শবে বরাতের নামায কিভাবে আদায় করবে?

প্রশ্ন

হুজুর,

আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি রাত্রে ঘুম থেকে উঠে 2 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়ি। যা তাহাজ্জুদ নামাজ হিসেবে গণ্য। আমি ১ম রাকাতে সুরা কাফিরুন এবং ২য় রাকাতে সুরা ইখলাস ১ বার পড়ি, সেটি কি ঠিক আছে?

অন্য একজন বললো, সুরা ফাতিহার পর যে সুরা পড়া হবে সেটি 3/5/7 বার পড়তে হবে। এটি কি সঠিক?

দয়া করে শবে বরাত, শবে কদরের রাত্রে নফল নামাজ কি নিয়মে পড়তে হয় জানাবেন।

ধন্যবাদ

শারাফাত

সাভার থেকে

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনি যে পদ্ধতিতে তাহাজ্জুদ পড়ে থাকেন। তা সঠিক পদ্ধতি। তাহাজ্জুদ নামায দুই বা চার  রাকাত করে যত ইচ্ছে পড়া যায়। চার হোক, ছয় হোক, আট হোক, বার হোক বা যত ই্চ্ছে। প্রতি রাকাআতে সূরা ফাতিহা পড়ার পর যেকোন সুরা বা যে কোন সূরার আয়াত পড়া যায়। সেই সাথে প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়।

এক সূরা একাধিক বার পড়ার কোন বিধান নেই।

আর শবে বরাত ও শবে কদরের জন্য নির্ধারিত কোন নামায নেই। অন্য রাতের মত নফল নামায পড়া যায়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই শেষ রাত্রে তাহাজ্জুদ নামায পড়তেন।

عن أبي سلمة بن عبد الرحمن أنه أخبره : أنه سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه و سلم في رمضان ؟ فقالت ما كان رسول الله صلى الله عليه و سلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا . قالت عائشة فقلت يارسول الله أتنام قبل أن توتر ؟ . فقال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي  (صحيح البخارى- أبواب التهجد، باب قيام النبي صلى الله عليه و سلم بالليل في رمضان وغيره1/154

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *