প্রশ্ন
মুনফারীদ ব্যক্তির জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ্ নামাজের শেষের দু রাকাতে সুরা ফাতেহার সাথে কি সুরা মিলানো জরুরী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
মুনফারিদের জন্য আলাদাভাবে জিজ্ঞেস করছেন কেন? চার রাকাত বিশিষ্ট ফরজ নামাযে ইমাম বা মুনফারিদ কারো জন্যই সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলানোর হুকুম নেই। শুধু সূরা ফাতিহা পড়বে।[হেদায়া-১/৯৬, শরহে নুকায়া-১/৮০, কাবীরী-২৭৮]
عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ، بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا، وَيَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ»
হযরত আবু কাতাদা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ যোহর, আসর নামাযের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং সাথে আরেকটি সূরা পড়তেন। কখনো সখনো এক দুই আয়াত আমরাও শুনে ফেলতাম। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। [সহীহ মুসলিম, হাদীস নং-৪৫১]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]