প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / যোহরের প্রথম চার রাকাত সুন্নত না পড়ে ইমামতী করা যাবে কি?

যোহরের প্রথম চার রাকাত সুন্নত না পড়ে ইমামতী করা যাবে কি?

প্রশ্ন

জুহরের নামাজের প্রথম ৪ রাকাত সুন্নাত না পড়ে কি ইমামতি করানো যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যাবে। ফরজ শেষে দুই রাকাত সুন্নত পড়ার পর তা আদায় করে নিবে। যোহরের প্রথম চার রাকাত সুন্নত না পড়ে ইমামতী করাতে কোন সমস্যা নেই।

عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهَا

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন দিন যোহরের প্রথম চার রাকাত সুন্নত পড়তে না পারতেন, তাহলে তা ফরজের পর আদায় করে নিতেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-৪২৬]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

জুলুমকারীর উপর লা’নত বর্ষণ করা যাবে কি?

প্রশ্ন লানত শব্দের বাংলা অর্থ জানতে চাই। লানত বলতে কি বুঝায় জানতে চাই। কেউ যদি …