প্রশ্ন
আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতী সাহেব! বড় বিপদে পড়ে আপনার কাছে প্রশ্ন করছি।
এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলল “যদি তুমি বাপের বাড়ি যাও তাহলে তুমি তিন তালাক”।
ঝগড়া থেকে যাবার পর স্বামী স্ত্রীর মাঝে মিল হয়ে যায়। কিছুদিন হল, স্ত্রীর মা অসুস্থ্য। মাকে দেখার জন্য স্ত্রী বাপের বাড়ি যেতে চাচ্ছে, গেলেই কি তালাক হয়ে যাবে?
এ কসম থেকে বাঁচার পদ্ধতি কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
প্রশ্নকর্তা-নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্ত্রীর সাথে সামান্য ঝগড়া হলেই তালাকের কথা বলা বাচ্চাসূলভ আচরণ। সেই সাথে আহমকীও বটে।এরকম বাচ্চাসূলভ আচরণ থেকে বিরত থাকতে হবে।
শর্তের উপর তালাক সম্পৃক্ত করলে উক্ত শর্ত পাবার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়।
তাই উক্ত স্ত্রী পিতার বাড়ি যাবার সাথে সাথেই তিন তালাকপ্রাপ্তা হয়ে যাবেন।তিন তালাক হলে গেলে উক্ত স্ত্রীকে আর ঘরে তুলতে পারবে না স্বামী। তাই এক্ষেত্রে কোনভাবেই উক্ত স্ত্রীর বাপের বাড়ি যাওয়া যাবে না।
فى الهداية: وإذا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق ” وهذا بالاتفاق لأن الملك قائم في الحال والظاهر بقاؤه إلى وقت وجود الشرط فيصح يمينا أو إيقاعا ” (الهداية، كتاب الطلاق، باب الأيمان فى الطلاق-2/385، الفتاوى الهندية-1/420)
একটি হিলা!
স্বামীর উক্ত কসম থেকে বাঁচার একটি হিলা কৌশল এই হতে পারে যে, স্বামী তার স্ত্রীকে এক তালাকে রেজয়ী প্রদান করবে। তারপর স্ত্রী তালাকের ইদ্দত [তিন হায়েজ আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়া] পালন করবে। তারপর উক্ত স্ত্রী তার বাপের বাড়ি চলে যাবে।
এরপর স্বামী উক্ত স্ত্রীকে আবার নতুন মোহর ধার্য করে দ্বিতীয়বার বিবাহ করবে।দ্বিতীয় বিয়ের পর স্ত্রী বাপের বাড়ি গেলে আগের বিয়ের সময়ের বাপের বাড়ি গেলে তিন তালাকের কসম আর প্রযোজ্য হবে না।
এ পদ্ধতিতে তালাকের এ কসম থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া কোন গত্যান্তর নেই।
(وَتَنْحَلُّ) الْيَمِينُ (بَعْدَ) وُجُودِ (الشَّرْطِ مُطْلَقًا) لَكِنْ إنْ وُجِدَ فِي الْمِلْكِ طَلُقَتْ وَعَتَقَ وَإِلَّا لَا، فَحِيلَةُ مَنْ عَلَّقَ الثَّلَاثَ بِدُخُولِ الدَّارِ أَنْ يُطَلِّقَهَا وَاحِدَةً ثُمَّ بَعْدَ الْعِدَّةِ تَدْخُلُهَا فَتَنْحَلُّ الْيَمِينُ فَيَنْكِحُهَا (الدر المختار، كتاب الطلاق، باب التعليق-2/690
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]