প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাক নিতে চাইলে কয় তালাক নেয়া উচিত?

তালাক নিতে চাইলে কয় তালাক নেয়া উচিত?

প্রশ্ন

Dear Sir

Assalamualaikum. I am Benzir Bhutto from Bangladesh. I need your help. My Father Md Kutub Uddin Ahmed Chowdhury is a Vice President of Federal Insurance Company Ltd located at Bangladesh.He had a bussiness of LAND and Share Market.My mother Shaida Ara Begum is a housewife.I have one brother Md Tanvir Ahmed Chowdhury and he is a student.I was married with Md Mahfuzur Rahman dated on 19-Feb-2015. I am an Engineer of 7B Associates which is a vendor of ROBI Axiata Bangladesh Ltd.My husband wants separation or Divorce between us.He told me to stop my Job career and go to my in laws haouse Patya which is located at Chittagong, Bangladesh. He give me two choice- No 01 is  stop my JOB career and  No 02 is  Divorce.But I cant stop my JOB career right now beacause My father is unable to help my family with his income.He is getting older now and is in under Debt.Now i am only their hope. Before our marriage,My Husband told me that i can do my Job after marriage and can help my family with my income. But he is completely change today.He told me to stop my Job. In that case what should I do. He send me a Divorce Notice.But i want to live with him because I love him. On the otherhand i cant stop my job because my father is in debt.

Please kindly help me in that case. What should I do?

I am eagerly waiting for your reply.

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ইসলাম স্বামী স্ত্রীর বিচ্ছেদের কখনোই কামনা করে না। তা’ই যথা সম্ভব আপনি আপনাদের বিবাহ সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করুন।

একদিকে আপনার পিতা মাতার ভরণপোষণ, অপরদিকে স্বামীর খিদমাত আসলেই আপনার অবস্থানটি খুবই জটিল।

এক্ষেত্রে আল্লাহর কাছে বেশি বেশি করে দুআ করুন একটি সুন্দর সমাধান বের করে দেবার জন্য।

যদি আপনার চাকরি করা ছাড়া আপনার পরিবার চলে তাহলে আপনার স্বামীর অনুগত হয়ে শ্বশুরবাড়ী চলে যাওয়াই উচিত। কিন্তু যদি আপনার পরিবার অপারগ হয়, তাহলে স্বামীকে বুঝান। কিন্তু আপনার স্বামীর এভাবে তালাকের নোটিশ পাঠানোটি বাহ্যিক দৃষ্টিতে অমানবিক বলেই মনে হচ্ছে। বাকি হাকীকী অবস্থা আল্লাহ তাআলাই ভাল জানেন।

চেষ্টা করুন আপনার শ্বশুরবাড়ীর লোকজনকে আপনার সাথে রাখতে। তাদের যথাসাধ্য কদর করুন। সাধ্যমত খিদমাত করুন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দুআ করুন। আশা করি পরিস্থিতি পরিবর্তনও হয়ে যেতে পারে।

যদি কোনভাবেই সংসারটি টিকানো সম্ভব না হয়, তাহলে এক তালাক নিতে পারেন। দুই বা তিন তালাক কিছুতেই নিবেন না। কারণ, তিন তালাক যে কারণে দেয়া হয়, এক তালাকের মাধ্যমেও তা’ই অর্জিত হয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীর বিচ্ছেদ। বাকি এক তালাকের দ্বারা একটি ফায়দা এই হয় যে, পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পারলে সেই ভুল শুধরে নেবার সুযোগ থাকে। কিন্তু তিন তালাক দিলে আর সেই সুযোগ থাকে না। তাই কিছুতেই তিন তালাক পতিত করা উচিত হবে না।

বাকি আমাদের দুআ থাকবে আল্লাহ তাআলা আপনাদের বিচ্ছেদ ঘটাক। সংসারে শান্তি ফিরিয়ে দিন।মোহাব্বত ভালবাসায় ও ইবাদতে কেটে যাক আপনাদের জীবন।সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান করে দিন মহান রাব্বুল আলামীন। আমীন।

الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ [٢:٢٢٩]

তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম। [সূরা বাকারা-২২৯]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …