প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / অহেতুক ছবি তোলার বিধান কী?

অহেতুক ছবি তোলার বিধান কী?

প্রশ্ন

Islam photo tular bepare ki bole? ? Ami jodi kono karon chara amr photo tuli tahole ki gunah hbe? ? Ami boshundhora mosjid e namaz pori akdin hazrat mufti abdur rahman bollen je photo tula kobira gunah and Akhirate tader bashi shasti dewa hbe jara photo tulto.

উত্তর

بسم الله الرحمن الرحيم

ফটো তোলা কোন ভাল কাজ নয়। এতে কোন সন্দেহ নেই। তবে কিছু ছবি আছে পরিস্কার হারামও নাজায়েজ যেমন ছবি আঁকা, যাদের দেখা জায়েজ নয় তাদের ছবি তোলা।

কিন্তু বর্তমান ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা, কম্পিউটার ও মোবাইল মেমোরিতে সংরক্ষিত ছবির ব্যপারে কিছুটা মতভেদ আছে। অনেক বিশেষজ্ঞের মতেই এটি হারাম। তবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে তা জায়েজ।

কিন্তু এটিও যে অনুত্তম এতে কারো কোন দ্বিমত নেই।

তা’ই অহেতুক ডিজিটাল ক্যামেরায়ও ছবি তোলা থেকে বিরত থাকা উচিত।


فى تفسير آيات الأحكام-فإطلاق الإباحة في التصوير الفوتوغرافي ، وأنه ليس بتصوير وإنما هو حبس للظلّ ، مما لا ينبغي أن يقال ، بل يقتصر فيه على حد الضرورة ، (تفسير آيات الأحكام-2/300

وفى فتاوى الشيخ عبد الرزاق عفيفي-اما التصوير الشمسى لذوات الأرواح فهو محرم وممنوع لان فيه مضاهان لخلق الله ولان فاعله من اظلم الناس ولانه يمنع من دخول ملائكة الرحمة والبركة الى المكان الذي تكون به هذه الصور ولان تصوير ذوات الأرواح من المعظمين كالأمراء والعلماء ونحوهم هو ذريعة وسبب ووسيلة للشرك (فتاوى الشيخ عبد الرزاق عقيفى-1/305

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *