প্রচ্ছদ / আহলে হাদীস / লা-মাযহাবী মুক্তাদী সূরা ফাতিহা শেষে আমীন না বলে ইমামের সূরা ফাতিহা শেষের জন্য অপেক্ষা করা কোন হাদীস দ্বারা প্রমাণিত?

লা-মাযহাবী মুক্তাদী সূরা ফাতিহা শেষে আমীন না বলে ইমামের সূরা ফাতিহা শেষের জন্য অপেক্ষা করা কোন হাদীস দ্বারা প্রমাণিত?

প্রশ্ন

Salman Farsy Shafiq
Purbo Rampura, Dhaka

আহলে হাদিসরা সব নামাযে সূরা ফাতিহা পড়ে ।ঈমামের পিছনে যখন নামায পড়ে
তখনও পড়ে ।নিজের সূরা ফাতিহার শেষে আমিন বলে আবার ঈমামের সূরা ফাতিহা শেষ
হবার পরও আমিন বলে ।আমার প্রশ্ন হল, দুবার আমিন বলা কি হাদিসে আছে ?নিজের
বেলায় আস্তে  আর ঈমামের বেলায় জোড়ে আমিন কেন ?যদি নিজের ফাতিহার শেষে
আমিন না বলে তাহলে কেন তারা বলে না, হাদিসে কি ফাতিহার শেষে আমিন বলার
হুকুম নেই ?নিজের বেলায় আমিন না বলে ঈমামের বেলায় কেন বলে ?

জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

চমৎকার প্রশ্ন করেছেন ভাই। যৌক্তিক প্রশ্ন। কিন্তু এর জবাব দেয়া আমাদের দায়িত্ব নয়। বরং লা-মাযহাবীদের দায়িত্ব।তাদের এ ভুল আমলের স্বপক্ষে একটি প্রমাণ পেশ করতে বলুন।

সূরা ফাতিহা শেষে আমীন বলার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু লা-মাযহাবীরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে চুপ থাকে ইমামের সূরা ফাতিহা শেষ করার জন্য, তারপর ইমাম সূরা ফাতিহা শেষ করলে জোরে ইমামের সাথে আমীন বলে।

আবার কেউ নিজের ফাতিহা শেষে একবার আমীন বলে, আবার ইমামের সূরা ফাতিহা শেষে আবার আমীন বলে। তাহলে আমীন হয়ে যাচ্ছে দুই বার।

প্রশ্ন হল নিজে ফাতিহা শেষ করে আমীন না বলে চুপ থাকা, তারপর অন্যের সূরা ফাতিহার উপর আমীন বলার এ পার্থক্য নির্ভর কোন হাদীস কি আছে?

আর যারা নিজে ফাতিহা শেষে একবার আমীন বলে, আবার ইমামের সূরা ফাতিহা শেষে আবার আমীন বলে, এক রাকাতে দুইবার আমীন বলার পদ্ধতিটি কোন হাদীস দ্বারা প্রমাণিত?

যেহেতু দুই সূরতের কোনটিই হাদীস দ্বারা প্রমাণিত নয়। তাহলে বুঝা যায়, আমীন বলার উভয় লা-মাযহাবী সূরতই অপ্রমাণিত আমল।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. খুব ভাল উত্তর।

  2. salman farsy shafiq

    Jazakallah wa barakallah.allah ta’ala hazrater hayate barkat dan korun,ameen