প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হজ্ব করা কার উপর আবশ্যক? হজ্ব না করলে কি গোনাহ হবে?

হজ্ব করা কার উপর আবশ্যক? হজ্ব না করলে কি গোনাহ হবে?

প্রশ্ন 

মোঃসাজিদ সরকার মনোহরদী.,নরসিংদী
1) আমার এক নিকট আত্তিয় তার জমানো কিছু টাকা আছে,  প্রায় 3লাখ, এখন কি তার উপর হ্বজ ফরজ হয়েছে?
2) কি পরিমাণ মাল থাকলে হ্বজ ফরজ হয়?
3)কেও যদি হ্জ্ব ফরজ হওয়ার পর তা আদায় না করে তার শরিয়তের  বিধান কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হজ্ব ফরজ হয় দৈনন্দিন খরচ বাদে হজ্বে আবশ্যকীয় প্রয়োজনে যে পরিমাণ টাকা প্রয়োজন তথা যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া ইত্যাদি পরিমাণ টাকা থাকলে ব্যক্তির উপর হজ্ব করা ফরজ হয়ে থাকে।

সে হিসেবে দেখতে হবে বর্তমানে হজ্ব করতে গেলে কত টাকা লাগবে। সে টাকা উক্ত ব্যক্তির কাছে থাকলে তার উপর হজ্ব করা আবশ্যক।

হজ্ব ফরজ হবার পর তা না আদায় করলে ফরজ তরক করার গোনাহ হবে।

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

 (তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহরউদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিতযে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭

من أطاق الحج فلم يحج فسواء عليه مات يهوديا أو نصرانيا.

যে ব্যক্তি হজ্ব করার সামর্থ্য রাখে, তবুও হজ্ব করে না সে ইহুদী হয়ে মৃত্যুবরণ করল কি খৃস্টান হয়েতার কোনো পরোয়া আল্লাহর নেই।-তাফসীরে ইবনে কাসীর ১/৫৭৮

 হজ্ব সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *