প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / চিকন কাঠি সামনে রেখে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি?

চিকন কাঠি সামনে রেখে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।

মসজিদে চিকন কাঠি ব্যবহার করা হয় অন্য নামাজির সামনে রেখে বের হবার জন্য । এ পদ্ধতির হুকুম কি ?

আহালে হক মিডিয়ার প্রচার ও  প্রসার এর জন্য অনেক দুয়া ও শুভ কামনা রইল ।

মোহাম্মদ ফারুক
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ।
বাসা : খিলক্ষেত , তালের টেক,
ঢাকা – ১২২৯ ।

উত্তর

وعليكم السلام ورحنة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

চিকন কাঠি বলতে আপনি কি বুঝাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা তখনি জায়েজ হবে, যদি তার সামনে সুতরা থাকে, আর সুতরার পরিমাণ হল,


قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا جَعَلْتَ بَيْنَ يَدَيْكَ مِثْلَ مُؤَخَّرَةِ الرَّحْلِ فَلاَ يَضُرُّكَ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْكَ (سنن ابى داود، كتاب الصلاة، باب ما يستر المصلى، رقم الحديث-685)

অনুবাদ-রাসূল সাঃ ইরশাদ করেছেন-যদি নামাযীর সামনে হাওদার পিছনের লাঠির সমান কিছু রাখে, তাহলে তার সামনে দিয়ে যারা অতিক্রম হয়, তাদের কোন সমস্যা নেই। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৬৮৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৯৪০, সুনানে বায়হাকী, হাদীস নং-৯৫৪, সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৫, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৮২১, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৩৭৯, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৮৪৩, সহীহ মুসলিম, হাদীস নং-১১৩৯, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-১৩৯৭, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬৩০, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৩৮৮, মুসদানুল বাজ্জার, হাদীস নং-৯৩৯}

এ হাদীসের আলোকে ফুক্বাহায়ে কেরাম বলেছেন, সুতরা হতে হবে কমপক্ষে এক হাত লম্বা। আর মোটা হবে আঙ্গুল পরিমাণ। যদি এক হাত লম্বা ও আঙ্গুল পরিমাণ মোটা লাঠি হয়, তাহলেই সেটি সুতরা হিসেবে ব্যবহার করা যাবে। এমন বস্তু নামাযীর সামনে থাকলে তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে। নামাযীর সামনে দিয়ে অতিক্রমের গোনাহ হবে না।

এখন আপনাদের মসজিদে কেমন চিকন লাঠি ব্যবহার করা হয়? এর বিধান কী হবে? তা উপরোক্ত নীতিমালার আলোকে আপনি নিজেই বের করে নিতে পারবেন।

(سُتْرَةً بِقَدْرِ ذِرَاعٍ) طُولًا (وَغِلَظِ أُصْبُعٍ) لِتَبْدُوَ لِلنَّاظِرِ (رد المحتار، كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها-1/637)

আরো জানতে হলে দেখুন- বাদায়েউস সানায়ে-১/৫০৯-৫১১}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *