প্রচ্ছদ / খাদ্য-দ্রব্য / ঝিনুক ও চুন খাওয়ার বিধান কী?

ঝিনুক ও চুন খাওয়ার বিধান কী?

প্রশ্ন

চুনের উত্‍স দুইটি যথা পাথর ও ঝিনুক ।প্রশ্ন হচ্ছে ঝিনুক ও পাথর থেকে
তৈরী চুন খাওয়ার হুকুম এবং ঝিনুকের ভেতর অংশ রান্না করে খাওয়ার বিধান কি
?

উত্তর

بسم الله الرحمن الرحيم

চুন অল্প পরিমাণ খাওয়া জায়েজ আছে যদি শারিরীক কোন ক্ষতি না হয়। কারণ ঝিনুক দিয়ে চুন তৈরী হলেও এর হাকীকত তথা মৌলিকত্ব বাকি থাকে না। আর কোন নিষিদ্ধ বস্তু যদি এমনভাবে রিফাইন করা হয় যে, তার মৌলিকত্ব আর বাকি না থাকে,তাহলে সেটি হালাল হয়ে যায়। {নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}

কিন্তু এর ভিতরের অংশকে রান্না করে খাওয়া মাকরূহ। কারণ এটি খাবায়েছের অন্তর্ভূক্ত।

يباح أكل النورة مع الورق المأكول فى ديار الهند، لأنه قليل نافع، فإن الغرض المطلوب من الورق المذكور لا يحصل بدونها، (نفع المفتى والسائل من مجموعة رسائل اللكنوى، كتاب الحظر والاباحة، قبيل ذكر ما يحل لبسه ومالا يحل-4/148)

وسئل بعض الفقهاء عن أكل طين البخارى ونحوه، قال: لا بأس بذلك مالم يضر (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الحادى ع شر فى الكراهية فى الأكل-5/341

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *