প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / তারাবী মনে করে বিতর নামাযে ইমামের পিছনে ইক্তিদা করা ও বিতরের পর তারাবী পড়ার হুকুম কী?

তারাবী মনে করে বিতর নামাযে ইমামের পিছনে ইক্তিদা করা ও বিতরের পর তারাবী পড়ার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আমি মসজিদে প্রবেশ করে দেখলাম যে ইমাম সাহেব তারাবিহ নামাজ পড়াচ্ছেন।আমি চার রাকাত ফরজ নামাজ আদায় করে তারাবিহ মনে করে ভুলে ইমাম সাহেবের ইক্তিদা করলাম।
ইমাম সাহেব যখন তৃতীয় রাকাতে  দাড়ায় গেলেন তখন আমি বুঝতে পারলাম যে ইমাম সাহেব তারাবিহ শেষ করে বিতিরের নামাজ পড়াচ্ছেন।
এখন প্রশ্ন হলো,  আমার বিতিরের নামাজ কি শুদ্ধ হয়েছে।
আর
উক্ত বিতিরের নামাজের পর আমি  তারাবিহ নামাজ পড়েছি  তারাবিহ নামাজ কি শুদ্ধ হয়েছে?

(প্রশ্ন টি এক মুরব্বি জানতে চেয়েছেন, তার পক্ষ হতে প্রশ্ন টি আমি করলাম।তাকে আজ বিকালের মধ্যে জেনে জানাবো বলেছি। সুতরাং দয়া করে যদি  সঠিক পদ্ধতি টি বিস্তারিত  আজ বিকালের মধ্য জানাতেন খুশি হতাম।)

আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান করুন এবং আপ্নাদের সহায় হোন।

উত্তর

وعليكم السلام ورحنة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার প্রশ্ন মূলত দু’টি। যথা-

১-ইমাম বিতর আর মুসল্লি তারাবীহ নামাযের নিয়তে ইক্তিদা করলে মুসল্লির বিতর নামায শুদ্ধ হবে কি না?

২-বিতরের পর তারাবীহ নামায পড়লে তা আদায় হবে কি না?

১ম প্রশ্নের জবাব

না, এতে মুসল্লিটির বিতর নামায আদায় হবে না। বরং আবার বিতর নামায পড়তে হবে।{ফাতাওয়া রহিমীয়া-৬/২৩২}

وفيها اقتدى به على ظن انه فى التراويح فاذا هو فى وتر، تيمه معه ويضم اليها رابعة ولو افسدها لا شيئ عليه آخر صلاة التراويح (حلبى كبيرى-392)

২য় প্রশ্নের জবাব

বিতরের পর তারাবীহ আদায় করাতে কোন সমস্যা নেই। তারাবীহ আদায় হয়ে যাবে। তবে বিতরের আগে আদায় করাই উত্তম।

যেহেতু প্রশ্নোক্ত সূরতে উক্ত ব্যক্তির বিতর আদায় হয়নি। তাই তারাবীহ শেষে আবার বিতর পড়ে নেয়া উচিত ছিল। এখন কাযা করে নিতে হবে।

أَنَّ وَقْتَ التَّرَاوِيحِ بَعْدَ الْعِشَاءِ قَبْلَ الْوِتْرِ بِهِ قَالَ عَامَّةُ الْمَشَايِخِ، وَالْأَصَحُّ أَنَّ وَقْتَهَا بَعْدَ الْعِشَاءِ إلَى آخِرِ اللَّيْلِ قَبْلَ الْوِتْرِ وَبَعْدَهُ؛ (الجوهرة النيرة-1/100، رد المحتار، كتاب الصلاة، باب الوتر والنوافل، مبحث صلاة التراويح-2/44

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

 

 

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *