প্রচ্ছদ / প্রশ্নোত্তর / স্কুল কর্তৃপক্ষ নিজে নিজে যাকাত গ্রহণ করে ছাত্র/ছাত্রিদের জন্য খরচ করলে যাকাত আদায় হবে কি?

স্কুল কর্তৃপক্ষ নিজে নিজে যাকাত গ্রহণ করে ছাত্র/ছাত্রিদের জন্য খরচ করলে যাকাত আদায় হবে কি?

প্রশ্ন

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu,

A question from a probashi Bangladeshi as follows:

A private high school receives zakat money from members of the Board of Trustees. This zakat money is used to open Mudaraba Fixed Deposit with an Islami Bank. The profits from these MFDs are given to poor students of the school throughout the year. Can the zakat money be used in such a way? Knowing this can we give zakat to this school?

Jazakallah Khair. Wassalam.

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যাকাত আদায় হবার জন্য আবশ্যকীয় শর্ত হল যাকাতের হকদার ব্যক্তিকে উক্ত যাকাতের অর্থের মালিক বানিয়ে দেয়া।

হকদার ব্যক্তিকে মালিক বানিয়ে না দিলে উক্ত যাকাত আদায় হয় না।

স্কুল কর্তৃপক্ষ গরীব ছাত্র/ছাত্রিদের পক্ষ থেকে উকীল হওয়া ছাড়া যাকাতের টাকা গ্রহণ করলেই যাকাত আদায় হবে না।

প্রশ্নোক্ত বিষয়ে যাকাত আদায় হতে পারে দুই সূরতে। যথা-

প্রথমে উক্ত যাকাতের টাকা গরীব ছাত্র/ছাত্রিদের প্রদান করতে হবে। তারপর তারা যদি সেই টাকা স্কুল কর্তৃপক্ষকে প্রদান করে মুদারাবা চুক্তিতে রেখে তাদের খরচ বহন করার জন্য তাহলেই কেবল সেটির লভ্যাংশ দিয়ে তাদের খরচ বহন করা যাবে। সেই সাথে ছাত্র/ছাত্রিদের মালিক বানিয়ে দেবার দ্বারাই যাকাত আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে।

কিংবা গরীব ছাত্র/ছাত্রিদের থেকে লিখিতভাবে/বা মৌখিকভাবে তাদের নির্ধারিত খরচ বহন করার জন্য যাকাত কালেকশন করতে স্কুল কর্তৃপক্ষকে ওকীল বানাতে হবে।তারপর স্কুল কর্তৃপক্ষ সেই ওকালত হিসেবে যদি ছাত্র/ছাত্রিদের নির্ধারণকৃত যাকাতের টাকা গ্রহণ করে, তাহলে গরীব ছাত্র/ছাত্রিদের প্রতিনিধি হিসেবে স্কুল কর্তৃপক্ষ সেই টাকা গ্রহণ করার দ্বারাই যাকাত আদায় হয়ে যাবে। এবং তারা সেই টাকা মুদারাবা হিসেবে রেখে তাদের খরচ বহন করতে পারবে।

কিন্তু কর্তৃপক্ষ ছাত্র/ছাত্রিরা যে পরিমাণ টাকার যাকাত গ্রহণের অধিকার দিয়েছে এর চেয়ে বেশি পরিমাণ যাকাতের টাকা কালেকশন করলে অতিরিক্ত টাকার যাকাত আদায় হবে না।

উদাহরণতঃ

স্কুলটিতে ৫জন গরীব  ছাত্র আছে। তাদের প্রতিমাসের খরচ হল ৫০০/= [পাঁচশত টাকা। সেই হিসেবে একজন ছাত্র স্কুল কর্তৃপক্ষকে এক বছরের তাদের ফী যাকাত থেকে কালেকশন করে স্কুল ফী নিয়ে নিতে ওকীল বানালো। সেই হিসেবে প্রতি ছাত্র মোট ৫০০ × ১২ =৬,০০/= তথা ছয় হাজার টাকা যাকাত গ্রহণের ওকীল বানালো আর ৫ জন ছাত্র মোট ত্রিশ হাজার টাকা যাকাত গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে ওকীল বানালো। সুতরাং স্কুল কর্তৃপক্ষ এখন কেবল ত্রিশ হাজার টাকা যাকাত গ্রহণ করলে যাকাতদাতাদের যাকাত আদায় হবে। যদি এর চেয়ে বেশি আদায় করে, তাহলে অতিরিক্ত টাকার যাকাত দাতাতের আদায় হবে না।

উপরোক্ত দুই সূরত ছাড় এমনিতে স্কুল কর্তৃপক্ষ নিজে নিজে যাকাত  গ্রহণ করলে যাকাতদাদের যাকাত আদায় হবে না। কারণ এতে যাকাতের মালিক গরীবকে বানানো হয়নি।

فى رد المحتار- ويشترط أن يكون الصرف ( تمليكا ) لا إباحة كما مر -كتاب الزكاة -باب المصرف أي مصرف الزكاة والعشر-3/291

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *