প্রশ্ন
নামঃ মোঃ হুমায়ূন কবীর নয়ন।
দেশঃ বাংলাদেশ
প্রশ্নের বিষয়ঃ বেসরকারী ব্যাংকের শিক্ষাবৃত্তি নেয়া জায়েয কি?
বিস্তারিত প্রশ্নঃ আসসালামু আলাইকুম
Dutch Bangla Bank প্রতিবছর SSC ও HSC পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে দরিদ্র, মেধাবী, অস্বচ্ছল ছাত্রছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। সেই শর্ত অনুযায়ী দরিদ্র, মেধাবী, অস্বচ্ছল ছাত্র হিসেবে আমি Dutch Bangla Bank এর একজন বৃত্তি গ্রহিতা। যেহেতু এই ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক, এবং তাদের সেই মুনাফা থেকেই বৃত্তি দেয়া হয়। এক্ষেত্রে তাদের বৃত্তি গ্রহণ করা কি আমার জন্য জায়েয হবে?
একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু বৃত্তি stipend হিসেবে দেওয়া হয়। এগুলো গ্রহণ করা কি জায়েয।
আমার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমি এই বৃত্তি গ্রহণ করে থাকি। এই অবস্থায় যদি জায়েয না হয়, তাহলে পরবর্তীতে যদি আমি চাকুরী করে গৃহীত বৃত্তির সমপরিমাণ টাকা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেই, তবে কি এর অনুমতি আছে?
উত্তরটা আপনাদের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি আমাকে mail করে দিলে খুশি হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, আপনার জন্য উক্ত বৃত্তি গ্রহণ জায়েজ হবে। কারণ ব্যাংকের সূদী টাকা মূলত প্রথমে মূল মালিকের কাছে ফেরত পাঠানো আবশ্যক। যদি তা সম্ভব না হয়, তাহলে গরীব দুঃখীদের দান করে দেয়াই শরীয়তের বিধান। সেই হিসেবে দরিদ্র ছাত্র ছাত্রিদের এসব টাকা দান হিসেবে দেয়া সম্পূর্ণ জায়েজ। আর আপনি যদি দারিদ্র হয়ে থাকেন, আপনার জন্য তা গ্রহণ করাও সম্পূর্ণ জায়েজ।
فى معارف السنن- من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء (معارف السنن، كتاب الطهارة، باب ما جاء لا تقبل صلاة بغير طهور-1/34، الفتاوى الشامية، باب البيع الفاسد، مطلب فى من ورث مالا حراما-7/301، كتاب الحظر والإباحة، فصل فى البيع-9/554، بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء- 1/37)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।