প্রশ্ন
আস্সালামু আলাইকুম
জনাব আমাকে একজন লোক বল্ল যে রাসূল সাঃ নাকি বড় থালাতে(প্লেইট) সবাইকে নিয়ে এক সাথে খাবার খেতেন,
হাদীসটি নাকি তিরমীজি শরীফ দ্বিতীয় খন্ডে আছে,
এখন প্রশ্ন হল সাধারণত আমরা যে ছোট প্লেইটে খাবার খাই তা কি যায়েজ,
যদি যায়েজ হয় তাহলে তা কি সুন্নতের খেলাফ হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূল সাঃ মূলত দস্তরখানে খানা খেতেন। আর সে সময় যেহেতু স্বাভাবিকভাবে শুকনো খাবারই বেশি খাওয়া হতো, তাই খাবার দস্তরখানে রেখেই খাওয়া হতো।
রাসূল সাঃ কখনো ছোট পাত্রে আহার করেননি। তাই ছোট পাত্রে আহার করাকে সুন্নত বলা যাবে না। আর রাসূল সাঃ সাধারণতঃ উপস্থিত সবাইকে নিয়ে একসাথে খানা খেতেন। তাই পাত্র বড় হতো এটাই স্বাভাবিক।
সুতরাং ছোট পাত্রে খানা খাওয়াকে সুন্নত কিছুতেই বলা সম্ভব নয়। তবে নাজায়েজও বলা যাবে না। বরং জায়েজ আছে। বাকি খিলাফে সুন্নত বলা যেতে পারে।
عَنْ أَنَسٍ قَالَ: ” مَا أَكَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خِوَانٍ، وَلَا سُكُرُّجَةٍ، وَلَا خُبِزَ لَهُ مُرَقَّقٌ، قُلْتُ: فَعَلَامَ كَانُوا يَأْكُلُونَ؟ قَالَ: عَلَى هَذِهِ السُّفَرِ
হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাঃ খাবার টেবিলের উপর রেখে আহার করেননি, আর না ছোট ছোট পাত্রে আহার করেছেন, না তার জন্য কখনো চাপাতি রুটি তৈরী করা হয়েছে। ইউনুস বলেন, আমি কাতাদাকে জিজ্ঞাসা করলাম-তাহলে কিসে রাসূল সাঃ আহার করতেন? তিনি বললেন, এ চামড়ার দস্তরখানে। {সুনানুল কুবরা লিননাসায়ী, হাদীস নং-৬৫৯১}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।