প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / ফযীলতপূর্ণ আয়াত বা হাদীস বাংলায় মুখস্ত করলে মূল সওয়াব পাওয়া যাবে কি?

ফযীলতপূর্ণ আয়াত বা হাদীস বাংলায় মুখস্ত করলে মূল সওয়াব পাওয়া যাবে কি?

প্রশ্ন

জনাব, আসসালামুআলাইকুম !

ফাযায়েলে আমালের কুরআন অধ্যায়ের শেষ পাতায় একটা হাদিস আছে। এর ফযিলত সম্পর্কে  রাসুল সাল্লাল্লহ আলাইহি ওয়াসাল্লাম  বলেন “কেহ যদি এই হাদীস মুখস্ত করে আল্লাহ তায়ালা আম্বিয়া (আঃ) এবং ওলামায়ে কেরামের সহিত তাহার হাশর করিবেন”। আমার প্রশ্ন – বাংলায় অনুবাদকৃত এই হাদীসটি হুবহু মুখস্ত করলে কি একই ফযিলত পাওয়া যাবে? ফযিলত ও মুখস্তের সামর্থ অনুযায়ী আমাদের মধ্যে অনেকেই এই হাদীসটি বাংলায় পড়া শুরু করেছেন,  এই ক্ষেত্রে কারা সঠিক আছেন? দয়া করে জানাবেন।

মোঃ লুৎফর রহমান

গুলশান-২

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নাহ। আরবীটিই মুখস্ত করতে হবে। কুরআনের আয়াত ও যেসব দুআ দরূদ মুখস্তের ফযীলত এসেছে এসবই তার মূল ভাষায় মুখস্ত করার সাথে ফযীলতটি নিহিত। অনুবাদের সাথে নয়। যেমন-

আরবী পাঠ ছাড়া শুধুমাত্র কুরআনের অনুবাদ পড়লে কুরআন পাঠের সওয়াব পাওয়া যাবে না। [ফাতওয়ায়ে শামী-১/৪৮৬, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/২১৪]


عبد الله بن مسعود يقول : قال رسول الله صلى الله عليه و سلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول آلم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف

অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে ব্যক্তি আল্লাহর কুরআনের একটি হরফ তিলাওয়াত করবে, সে বিনিময়ে একটি নেকি পাবে। আর তা দশ গুণে বাড়িয়ে দেওয়া হবে। নবীজী সাঃ বললেন-আমি বলিনি ‘আলিফ, লাম, মিম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মীম একটি হরফ। {সুনানে তিরমিযী, হাদীস নং-২৯১০, শুয়াবুল ঈমান, হাদীস নং-১৯৮৩, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৫৫২}

এ হাদীসে কুরআন পাঠের ফযীলত আরবীতে যারা পড়েন তাদের ক্ষেত্রেই স্পষ্ট। অনুবাদের ক্ষেত্রে এ ফযীলত আরোপ করা সম্ভব নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *