প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুরবানী কখন কার উপর ওয়াজিব হয়?

কুরবানী কখন কার উপর ওয়াজিব হয়?

প্রশ্ন

আমি আল নোমান।কিশোরগঞ্জ থেকে।কোরবানী কখন ওয়াজিব হয় বিস্তারিত জানালে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরবানীর দিন সমূহে তথা ১০,১১ এবং ১৩ তারিখের মাঝে যে মুসলিম মুকিম ব্যক্তির কাছে সাড়ে নিত্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলার রূপার সমমূল্য হয়, তার উপর কুরবানী করা আবশ্যক।

কুরবানী করা আবশ্যক হবার জন্য এক বছর পর্যন্ত উক্ত সম্পদের মালিক হওয়া জরুরী নয়। বরং উক্ত কুরবানীর দিনসমূহে উক্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কুরবানী করা আবশ্যক হয়ে যায়।

فى البحر الرائق- وَلَهَا شَرَائِطُ وُجُوبٍ وَشَرَائِطُ أَدَاءٍ وَصِفَةٍ فَالْأَوَّلُ كَوْنُهُ مُقِيمًا مُوسِرًا مِنْ أَهْلِ الْأَمْصَارِ وَالْقُرَى وَالْبَوَادِي وَالْإِسْلَامُ شَرْطٌ، وَأَمَّا الْبُلُوغُ وَالْعَقْلُ فَلَيْسَا بِشَرْطٍ حَتَّى لَوْ كَانَ لِلصَّغِيرِ وَالْمَجْنُونِ مَالٌ فَإِنَّهُ يُضَحِّي عَنْهُ أَبُوهُ وَأَمَّا شَرَائِطُ أَدَائِهَا فَمِنْهَا الْوَقْتُ فِي حَقِّ الْمِصْرِيِّ بَعْدَ صَلَاةِ الْإِمَامِ وَالْمُعْتَبَرُ مَكَانُ الْأُضْحِيَّةِ لَا مَكَانُ الْمُضَحِّي وَسَبَبُهَا طُلُوعُ فَجْرِ يَوْمِ النَّحْرِ وَرُكْنُهَا ذَبْحُ مَا يَجُوزُ ذَبْحُهُ (البحر الرائق-8/317)

প্রামান্য গ্রন্থাবলী:

আলবাহরুর রায়েক-৮/৩১৭

ফাতাওয়া আলমগীরী-৩/৩৪৪

হেদায়া-৪/৪২৭

বাদায়েউস সানায়ে-৪/১৯২

খুলাসাতাতুল ফাতওয়া-৩/৩০৯

আন নাহরুল ফায়েক-৮/৩১৭

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *