প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / সামান্য উত্তেজনার সাথে শ্বশুরের হাত কয়েক সেকেন্ড ধরা থাকলে কি হুরমত সাব্যস্ত হয়ে যায়?

সামান্য উত্তেজনার সাথে শ্বশুরের হাত কয়েক সেকেন্ড ধরা থাকলে কি হুরমত সাব্যস্ত হয়ে যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হুজুর, আমার একটি গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে নিশ্চিত হতে চাই।  

ঘটনার বিবরণ:  

আমি একদিন নানির বাসায় ছিলাম। ঘরে অনেক মানুষ ছিল। আমি আমার শ্বশুরের পিছনে বসে ছিলাম, কিন্তু তিনি আমার সামনে বসে আছেন তা খেয়াল করিনি।  

হঠাৎ তিনি খাটে হাত রাখতে গেলে ভুলবশত তাঁর হাত আমার হাতের উপর পড়ে। আমি তখনও বুঝিনি যে এটা শ্বশুরের হাত।  

হাত পরার সাথে সাথে  খুব হালকা সামান্য উত্তেজনা অনুভব করি হাতটা ৬/৭ সেকেন্ড এর মত ছিল।

প্রথম ১সেকেন্ড থেকে শেস ৬/৭সেকেন্ড পর্যত্ন আমার একই রকম অনুভুতি ছিল। মানে কেমন যেন একটা লাগছিল।   কোনো সহবাসের ইচ্ছা হয়নি,   কোনো কল্পনাও আসেনি,   কোনো প্রকার নিয়ত বা খেয়ালও ছিল না।  

এরপর কিছুক্ষন পর তাকিয়ে দেখি   এটা শ্বশুরের হাত ছিল, তখন খুব ভয় পাই এবং এখন খুব দুশ্চিন্তায় আছি। আমার যে অনুভুতি এসেছিল তা শশুরের প্রতি বা অন্য কারও প্রতি আসে নাই এমনি এমন অনুভূতি হচ্ছিল।  

আমার প্রশ্ন:

১  এইভাবে  হাত লাগা এবং অল্প উত্তেজনা অনুভব করার কারণে কি হুরমত মুসাহারাত সাব্যস্ত হয়েছে?

২ আমার স্বামী কি আমার উপর হারাম হয়ে গেছে? ৩. এই অবস্থায় করণীয় কী?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়নি। আপনার স্বামী আপনার উপর হারাম হয়নি। তাই পেরেশান হবার কিছু হয়নি।  

وثبوب الحرمة بلمسها مشروط بأن يصدقها ويقع فى أكبر رأيه صدقها (رد المحتار، زكريا-4/108، كرتاشى-3/33، البحر الرائق، زكريا-3/177، كويته-3/100)

وفى المس لا تحرم مالم تعلم الشهوة (رد المحتار، زكريا-4/114، كرتاشى-2/37، الفتاوى الهندية-1/276، جديد-1/341، البحر الرائق، زكريا-3/177، كويته-3/100

اليقين لا يزول بالشك (الأشباه والنظائر-100)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ঊনপঞ্চাশ বছর পর কিয়ামত হবে?

প্রশ্ন السلام عليكم ورحمة الله وبركاته আলিয়া মাদ্রাসার, মুফতি কাজী ইবরাহীম বলছে, “কেয়ামতের বাকী ৪৯ …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস