প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / চুরি করা মাল মালিকের ঠিকানা জানা না থাকলে কিভাবে ফেরত দিবে?

চুরি করা মাল মালিকের ঠিকানা জানা না থাকলে কিভাবে ফেরত দিবে?

প্রশ্ন

আসসালামুআলাইকু, ভাইয়া আমি যখন ১৭/১৮ তখন আমার একটা খারাপ  অভ্যাস ছিলো। আমার মাঝে মাঝে হাত নরতো, মানে চুরি করতাম,  দাওয়াত ও তাব্লীগে যাওয়ার পর আমি আমার ভুল বুঝতে পারি,  আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, খালেছ তওবা করলাম আর জীবনে করবো না।

এখন নাকি তাদেরকে তাদের পাওনা আদায় করতে হবে, আমি যদি তাদের কে না জানিয়ে তাদের মোবাইলে টাকা বিকাশ বা লোড করে দেই আদায় হবে কিনা, অনেক লজ্জা লাগে তাদের কাছে বলতে, আর যারা অনেকের সাথে দেখা হয় না জানিনা কোথায় আছে, তাদের বেলায় কি করা,  তাদের নামে দান করে দিলে হবে কিনা? 

প্লিজ আমাকে জানান ভাই,  প্লিজ  নাম গোপন রাখার অনুরুধ রইলো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না জানিয়ে কোনভাবে মালিকের কাছে মূল্য পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। আর যাদের ঠিকানা জানা নেই, তাদের নামে সমমূল্যের টাকা দান করে দিতে হবে।

তবে যদি কোন দিন দেখা পাওয়া যায়, তাহলে তাদেরকে টাকা আবার দিতে হবে।

আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।

ويجب عليه أن يرده على مالكه، إن وجد المالك، وإلا ففى جميع الصور يجب عليه أن يتصدق بمثل تلك الأموال على الفقراء (بذل المجهود، باب فرض الضوء، سهارن بور-1/37، دار الباشائر الإسلامية، بيروت-1/359)

يردوا المال إلى أربابه، فإن لم يعرفوا أربابه، تصدقوا به لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذر الرد على صاحبه (الموسوعة الفقهية الكويتية-34/246، رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

লাল রং এর জামা পরিধান করার হুকুম কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম। আমার ভাই আমার জন্য কিনেছে, উনার খুব পছন্দ হয়েছে। মানা ও করতে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস