প্রশ্ন

আসসালামু আলাইকুম।

হযরত কেমন আছেন আশা করি ভালো আছেন।

আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল।

আমাদের এখানে কিছুদিন যাবত দুটো লোকের কথা কাটাকাটি হচ্ছে আমাদের এলাকার একটা মার্কেট আছে। সে মার্কেট একটি ছোট মসজিদ আছে এবং পুরো এলাকায় তিন থেকে চারটি মসজিদ আছে।

কিন্তু আমাদের মার্কেটের মসজিদে জুম্মার নামাজ হয় না এখানে চার ওয়াক্ত নামাজ হয়।

শুধু এখন একটা লোক বলছে এখানে জুমার নামাজ পড়া যাবে কোন ওয়াকফ করার জায়গা দরকার নেই।

আরেকজন বলছে জায়গা যেন ওয়াকফ হয় তাহলে জুমা হবে।

এখন এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত আছি।

আসলে সহি বিষয়টা কি সে বিষয়টা আমি হযরত এর কাছে জানতে চাইছি।

প্লিজ জানালে উপকৃত হব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

  যদি এখানে মার্কেটের বাহিরের লোকদেরও নামাযে অংশ নেবার আম অনুমতি থাকে, তাহলে উপরোক্ত স্থানে জুমআর নামায আদায় করা জায়েজ আছে। জুমআর নামায আদায়ের জন্য স্থানটি ওয়াকফ হওয়া জরুরী নয়।

তবে নামায স্থানীয় বড় মসজিদে আদায় করাই উচিত। এভাবে ছোট ছোট মসজিদ বানিয়ে জুমআ পড়া উচিত নয়।  

الإذن العام: أى أن يأذن للناس إذنا عاما، بأن لا يمنع أحدا (رد المحتار، زكريا-3/25، كرتاشى-2/151)

الشرط السادس: الإذن العام، حتى لو أن السلطان، أو الأمير إذا أغلق باب قصره، وصلى فيه بحشمه لا تجوز جمعته، وإن فتحه وأذن للناس بالدخول جازت سواء دخلوا أو لا (كبيرى، كتاب الصلاة، باب الجمعة، اشرفية جديد-558، قديم-518)

ولا يشترط الصلاة فى البلد لمسجد، فتصح بفضاء فيها (حاشية الطحطاوى على مراقى الفلاح-513)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

কাবিননামার ১৮ নং কলামের প্রাপ্ত অধিকারবলে তালাকে তাফয়ীজ গ্রহণ করা সহীহ হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার নাম……..(নামটি উহ্য রাখা হলো) । অনেকদিন মেইল করেও কোনো উওর পাইনি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *