প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / উকীলকে দিয়ে তালাকের নোটিশ পাঠালে কি তালাক পতিত হয়?

উকীলকে দিয়ে তালাকের নোটিশ পাঠালে কি তালাক পতিত হয়?

প্রশ্ন

নামঃ উহ্য রাখা হলো

গ্রামঃ মানিকপুর

পিতাঃ উহ্য রাখা হলো

আমি ……. আমার স্ত্রী আমার সাথে সংসার অবস্থা থাকাকালীন  তিনি তার বাবার বাড়ী চলে যান। বাবার বাড়ি যাওয়ার পরে আমার বাড়ীতে আসতে তার বাবা,মা ও ভাই, চাচা সহ সকলে বাধা প্রদান করেন। সাংসারিক প্রয়োজনের কারণে আমি তখন আমার স্ত্রীকে আনার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমার স্ত্রী আসেন নাই।

অতঃপর আমি উকিলের মাধ্যমে তালাকনামা ১টা পাঠাই।

এর একমাস পরে উকিল আরেকটা তালাকনামা পাঠান। তালাকনামা পাঠানোর সময় উকিলের সাথে আমার কথা হয়, তিনি আমার কাছে থেকে ১নং তালাকনামা পাঠানোর সময় কিছু টাকা নেন।

পরে উকিল আমাকে বলেন ২নং তালাকনামা ও ৩নং তালাকনামা পাঠানোর সময় না আসিলে হবে, কিন্তু টাকা বিকাশে দিতে হবে। আমি কোনো টাকা বিকাশে দেয় নাই।

২নং তালাকনামা পাঠানোর পরে উকিলের সাথে আমার আবার দেখা হয়, তখন আমি উকিলকে কিছু টাকা দেয়। তবে ৩নং তালাকনামার জন্য উকিলকে  কোনো টাকা দেয় নাই।

অতঃপর এর একমাস পরে উকিলের সাথে আমার দেখা হয় তখন আমি উকিলকে জিজ্ঞেস করি তখন তিনি বলেন যে আমি ২টা তালাকনামা পাঠিয়ে দিয়েছি,তখন আমি উকিলকে কিছু টাকা দিয়েছি।

অবশেষে উকিল ৩টা তালাকনামা পাঠিয়েছেন তখন আমার সাথে উকিলের আর কোনো যোগাযোগ হয় নাই।

এ অবস্থায় আমার স্ত্রীর উপর কয়টি তালাক পতিত হয়েছে, অনুগ্রহপূর্বক আমাকে জানিয়ে বাধিত করবেন।

সংযুক্তি ১।

তিনি উকিলকে প্রথমে ১ তালাক পাঠানোর কথা বলেছেন। তারপর উকিল বলেছে বাকি তালাকগুলুর সময় আপনি না আসলে হবে। বিকাশে টাকা পাঠালে চলবে। আমরা তালাকনামা পাঠিয়ে দিব।তারপর উকিলকে ২ তালাকের  টাকা  প্রদান করা হয়েছে।

উকিল ৩ তালাক পাঠিয়ে দিয়েছে। ৩ নং তালাকের টাকা এখনো পরিশোধ করা হয় নি।

২। তালকনামায় উকিল ৩ বারে ৩ তালাকই পাঠিয়েছে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

  যেহেতু তিনটি তালাকের নোটিশই আপনার নির্দেশক্রমে উকীল প্রেরণ করেছে, তাই আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে উক্ত স্ত্রী আপনার উপর হারাম হয়ে গেছে। এখন ইদ্দত শেষে অন্যত্র বিয়ে হলে, সেখানে সহবাসসহ স্বাভাবিক ঘরসংসার করা অবস্থায় যদি দ্বিতীয় স্ত্রী মারা যায়, বা তালাক দেয় তাহলে ইদ্দত শেষে আবার প্রথম স্বামী নতুন করে বিয়ে করতে পারবে। এছাড়া উক্ত স্ত্রীর সাথে সংসার করা জায়েজ হবে না।  

ولو  استكتب من آخر كتابا بطلاقها وقرأه على الزوج، فأخذه الزوج……. وبعث به إليها، فأتاها وقع إن أقر الزوج أنه كتابه (رد المحتار،  زكريا-4/456، كرتاشى-3/247، الفتاوى التاتارخانية-4/531، رقم-684، الفتاوى الهندية-1/379، جديد-1/446)

رجل استكتب من رجل آخر إلى إمرأته كتابا بطلاقها وقرأه على الزوج، فأخذه وطواه وختم وكتب فى عنوانه وبعث به إلى امرأته فأتها الكتاب وأقر الزوج أنه كتابه فإن الطلاق يقع عليها (الفتاوى الهندية-1/379، جديد-1/446، رد المحتار، زكريا-4/456، كرتاشى-3/247) 

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ (سورة البعرة-٢)

وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك (صحيح البخارى-2/792، 2/803)

عن عائشة رضى الله عنها قاتل: قال رسول الله صلى الله عليه وسلم: اذا طلق الرجل امرأته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره، ويذوق كل واحد منهما عسليلة صاحبه (سنن الدار قطنى، كتاب الطلاق، دار الكتب العلمية-4\21، رقم-3932)

وإن كان الطلاق ثلاثا فى الحرة، وثنتين فى الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها، ثم يطلقها، أو يموت عنها (الفتاوى الهندية-1\478، جديد-1\535، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-2/88، الفتاوى التاتارخانية-5/147، رقم-7503، البحر الرائق، زكريا-4/94، كويته-4/56)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আসরের পর মসজিদে নববীর রিয়াজুল জান্নাহে নফল নামায পড়া যাবে কি?

প্রশ্ন এজেন্সি থেকে রিয়াজুল জান্নাতে নামাযের জন্য আমাদের কাফেলার সিডিউল দেয় আসরের পর। আমরা ভেতরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *