প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / টুইটারে রিটুইট করে টাকা ইনকাম করা কী জায়েজ?

টুইটারে রিটুইট করে টাকা ইনকাম করা কী জায়েজ?

প্রশ্ন

আমি একজন আলেম/হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে, আমি যদি কোনো সেবা ব্যবহার করি তবে কি মালিকের নিয়ম মেনে চলা আমার জন্য বাধ্যতামূলক? আমি একটি উদাহরণ দিয়েছিলাম, যেমন একটি রেস্তোরাঁ যেখানে বাইরের খাবার আনা নিষিদ্ধ, কিন্তু আমি জেনেশুনে বাইরের খাবার আনলাম। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম এই কাজটি কি গুনাহের মধ্যে পড়ে কি না। আলেম/হুজুর উত্তর দিয়েছেন যে এটি গুনাহ। এখন আমি আমার ব্যবসা সম্পর্কে সন্দেহে পরেগেছি কারণ আমার ব্যবসাও হয়তো নিয়ম লংঘন করে। আমি বিষয় টা আরো খুলে বলি, টুইটারে কিছু ব্যক্তি বড় অ্যাকাউন্ট থেকে রিটুইট ক্রয় করেন। ফেইসবুকে যেমন share করা যায় ওরকমই টুইটারে রিটুইট করা যায়, ২টা same শুধু নাম ভিন্ন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বড় অ্যাকাউন্টগুলো একটি নির্দিষ্ট পোস্ট রিটুইট/share করার জন্য অর্থ গ্রহণ করে থাকে। তবে, এই প্র্যাকটিসটি টুইটারের নীতিমালার সাথে সাংঘর্ষিক হতে পারে, কারণ টুইটার অর্গানিক ইন্টারঅ্যাকশন এবং এনগেজমেন্ট বজায় রাখতে চায়। আমি একটি সেবা পরিচালনা করি যেখানে আমি বড় অ্যাকাউন্ট থেকে রিটুইট কিনি এবং এগুলো ছোট অ্যাকাউন্টগুলোর কাছে উচ্চ মূল্যে বিক্রি করি, যারা তাদের উপস্থিতি বাড়াতে চায়। আমার প্রশ্ন হলো: যেহেতু এই প্র্যাকটিসটি সম্ভবত টুইটারের নীতিমালার পরিপন্থী, তাহলে এই সেবা থেকে আমার উপার্জন কি হারাম (নিষিদ্ধ)? তদুপরি, টুইটারের প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে আমি কি তাদের নিয়ম-কানুন মানতে ইসলামি দৃষ্টিকোণ থেকে বাধ্য?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যাদের সেবা গ্রহণ করা হচ্ছে, তাদের সেবা গ্রহণের সময় যদি কোন এগ্রিমেন্ট বা শর্তের আওতায় সেবা গ্রহণ করা হয়ে থাকে, তাহলে সেবাটি গ্রহণ করার সময় উপরোক্ত শর্তাবলী পালন করা আবশ্যক। সুতরাং টুইটার একাউন্ট খোলার সময় যদি তাদের এমন শর্তযুক্ত থাকে যে, তা ব্যবহারকারী উপরোক্ত রিটুইট করে টাকা ইনকাম করতে পারবে না, তাহলে উক্ত সেবা গ্রহণ করে টাকা ইনকাম করা জায়েজ হবে না। এমন শর্ত না থাকলে উপার্জন করা জায়েজ হবে।  

وقال النبى  صلى الله عليه  وسلم: المسلمون عند شروطهم، (صحيح البخارى-1/303)

وأما شرائط الصحة، فمنها، رضا المتعاقدين (الفتاوى الهندية-4/411، جديد-4/440)

وَأَوْفُوا بِالْعَهْدِ ۖ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا (سورة الإسراء-34)

عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان  (صحيح الخارى-1/16)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *