প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / জামার হাতা ভাঁজ করে বোতাম খুলে নামায পড়ার হুকুম কী?

জামার হাতা ভাঁজ করে বোতাম খুলে নামায পড়ার হুকুম কী?

প্রশ্ন

জহিরুল ইসলাম সুখ নগর, উত্তর মুগদা, ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মুফতি সাহেব হুজুর। আমি সব সময় জুব্বা ও পাঞ্জাবি পোশাক পরিথান করি। আমি ড্রাইভিং চাকরি করি। সেজন্য জুব্বা ও পাঞ্জাবি বানানোর সময় কফ হাতা বানাই, যাতে কফ হাতা ভাজ করে রাখা যায়, সেজন্য গাড়ি ড্রাইভ জন্য সহজ হয়। কফ ছাড়া ফুল হাতা ও বুতাম লাগানো থাকলে, গাড়ি ড্রাইভ করার সময় হাতে বিরক্ত লাগে। সেজন্য দিনের শুরুতে হাতা ভাজ করে জামা পরিথান করি। সেই জামার হাতা ভাজ করা অবস্থায় বেশিরভাগ সময় জামায়াতে নামাজ পরি। ইউটিউব দেখলাম প্রসিদ্ধ কোন একজন আলেম প্রশ্নোত্তর পর্বে বলেছেন এইভাবে জামার হাতা ভাজ করে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আরেকজন বলেছেন জামার হাতা ছেড়ে দিয়ে বোতাম না লাগালেও চলবে, নামাজ  মাকরুহ হবে না। দুইজন আলেমকে কে জিজ্ঞেস করেছিলাম,  জামার হাতা ভাজ করলে ও কনুইয়ের নিচে থাকলে নামাজ মাকরুহ হবে না।  দয়া করে জানালে উপকৃত হব কোন  কোনটা সঠিক ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জামার হাতা ভাঁজ করা অবস্থায় নামায আদায় করা মাকরূহ হবে। কনুই পর্যন্ত ভাঁজ করলে মাকরূহ হবে, কনুইয়ের আগ পর্যন্ত ভাঁজ করলে মাকরূহ হবে না। তবে কফ হাতার ভাঁজ খুলে হাতার বোতাম না লাগালেও মাকরূহ হবে না।  

عن ابن عباس رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم………أُمِرْنَا أَنْ نَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ نَكُفّ ثَوْبًا وَلاَ شَعرًا (صحيح البخارى-810)

الاستفسار صلى رافعا كمى قميصه إلى المرفقين هل تجوز الصلاة الاستبشار، نعم، لكن يكره كذا فى قاضىخان الخ (نفع المفتى والسائل-85)

وكره كفه، أى رفعه ولو لتراب كمشمركم، أو ذيل الخ (الدر المختار مع رد المحتار، زكريا-2/406، كرتاشى-1/640)

ولو صلى رافعا كميه إلى المرفقين كره (الفتاوى الهندية-1/106، جديد-1/165)

معاوية بن قرة…. وإن قميصه لمطلق الأزرار (سنن ابى دواد-2/564 رقم-4082)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *