প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / কিবলা দিক জানা না থাকায় অনুমান করে একদিকে ফিরে নামায পড়লে নামাযের হুকুম কি?

কিবলা দিক জানা না থাকায় অনুমান করে একদিকে ফিরে নামায পড়লে নামাযের হুকুম কি?

প্রশ্ন:

From: সাঈদ আলী হাছান
Subject: ক্বিবলা নির্ধারণ প্রসঙ্গে
Country :বাংলাদেশ
Message Body:
মুসাফির অবস্থায় কেবলা দিক ভুলে গেলে এবং বলে দেয়ার লোক না থাকলে যদি অনুমান করে নামাজ পড়ে এবং পড়ে জানতে পারে যে সে যে দিকে নামাজ পড়েছে তা কেবলার দিক ছিল না। তাহলে তার জন্য আবার উক্ত নামাজ পড়া প্রয়োজন কি না ? বিষয়টি সঠিকভাবে জানালে উপকৃত হতাম।

জবাব:

بسم الله الرحمن الرحيم

ভালভাবে খোঁজ খবর নিয়ে, কারো কাছে সংবাদ না পেলে নিজে চিন্তা-ভাবনা করে যেদিকটাকে কিবলা দিক মনে হয় সেদিকে ফিরে নামায পরে নিবে। নামাযের মাঝে যদি সঠিক দিক সম্বন্ধে জানা যায় তাহলে সাথে সাথে সেদিকে ঘুরে যাবে। নামায শেষ হবার পর যদি জানা যায় যে, যেদিক ফিরে নামাযা আদায় করা হয়েছে তা কিবলার দিক ছিলনা। তবু নামায হয়ে গেছে। উক্ত নামায আবার পড়তে হবেনা।

কিন্তু ভালভাবে খোঁজ-খবর বা চিন্তা-ভাবনা ছাড়াই নামায পড়লে, নামায শেষে কিবলা ভুল হবার কথা শুনলে নামায বাতিল হয়ে যাবে। উক্ত নামায আবার পড়তে হবে।

দলিল

فى رد المحتار-عاجز عن معرفة القبلة ) بما مر ( فإن ظهر خطؤه لم يعد ) لما مر ( وإن علم به في صلاته أو تحول رأيه ) ولو في سجود سهو ( استدار وبنى ) حتى لو صلى كل ركعة لجهة جاز(رد المحتار-كتاب الصلاة، باب شروط الصلاة، مطلب كرامات الأولياء ثابتة-2/115-116)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/১১৫-১১৬

২. ফাতওয়ায়ে আলমগীরী-১/৬৪

৩. আল বাহরুর রায়েক-২/২৮৭

৪. ফাতওয়ায়ে মাহমুদিয়া-৯/২৩৩

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *