প্রশ্ন
From: মোশাহিদ আহমদ, চুনারুঘাট,হবগিঞ্জ,সিলেট
বিষয়ঃ নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া সম্পর্কে
প্রশ্নঃ
আসসালামু আআলাইকুম।
শায়খ আপনাদের অনলাইন ভিত্তিক খেমতের জন্য আল্লাহ আপনাদের উভয় জগতে উত্তম প্রতিদান দান করুন।
আমি জানতে চাচ্ছি, কোন ব্যক্তির এক রাকাত নামাজ ছুটে যাওয়ার পরে যখন ইমাম সাহেব শেষ বৈঠক করবেন তখন যিনি পরে শরিক হয়েছেন তিনি কি শুধু তাশাহুদ পড়ে নিরব বসে থাকবেন? না কি দুরুদ ও দোয়া পড়বেন। আশা করি উত্তর দিয়ে উপকার করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এক বা একাধিক রাকাতের মাসবূক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়বে ধীরে ধীরে। দরূদ ও দুআয়ে মাসূরা পড়বে না।
ومنها أن المسبوق ببعض الركعات يتابع الإمام فى التشهد الأخير، وإذا أتم التشهد لا يشتغل بما بعده من الدعوات ثم ماذا يفعل تكلموا فيه وعن ابن شجاع أنه يكرر التشهد أى قوله أشهد أن لا إله إلا الله وهو المختار والصحيح أن المسبوق يترسل فى التشهد، حتى يفرغ عند سلام الإمام (الفتاوى الهندية، قديم-1\91، جديد-1\149)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]