প্রচ্ছদ / আহলে হাদীস / সিহাহ সিত্তার সংকলকদের জন্মস্থান কোথায়?

সিহাহ সিত্তার সংকলকদের জন্মস্থান কোথায়?

প্রশ্ন

 

আসসালামু আলাইকুম, সহীহ সিওার সম্মানিত ইমামগন কি আরব ভূমিতে জন্মগ্রহন করেছেন। আমি বিজ্ঞ আলেমের কাছ থেকে শোনেছি, উনারা আরবে জন্মগ্রহন করেন নি?

প্রশ্নকর্তা: Syed Muhammad Jaber

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ। আপনার জানা কথাটি সঠিক। কুতুবে সিত্তাহ এর সংকলকদের কারো জন্মই আরবে হয়নি। সকলেই ছিলেন অনারবী।

সহীহ সিত্তাহ বলাটা ভুল। বলবেন সিহাহ সিত্তাহ। আসলে সিহাহ সিত্তাহ বা ছয়টি সহীহ হাদীসের কিতাব না বলে কুতুবে সিত্তাহ বা ছয়টি হাদীসের কিতাব বলাটাই সমীচিন। তাহলে অন্যান্য সহীহ হাদীস নির্ভর গ্রন্থকে খাটো করা হয় না।

কারণ, এ ছয় কিতাব ছাড়াও অসংখ্য সহীহ হাদীস নির্ভর কিতাব রয়েছে।

যেমন ‘কিতাবুল আছার লিআবী ইউসুফ, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালেক, তাহাবী শরীফ, সহীহ ইবনে খুজাইমা, সহীহ ইবনে হিব্বান ইত্যাদি।

সংক্ষেপে কুতুবে সিত্তাহ এর সংকলকদের জন্ম জেনে নেই:

হাদীসের প্রসিদ্ধ ছয় কিতাবের কোন সংকলকই আরব ছিলেন না। সবাই অনারবী ছিলেন।

১-

সহীহ বুখারীর সংকলক ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রহঃ (জন্ম-১৯৪ হিজরী মোতাবিক ৮১০ ঈসাব্দ এবং মৃত্যু ২৫৬ হিজরী মোতাবিক ৮৭০ ঈসাব্দ) এর জন্মস্থান ছিল উজবেকিস্তানের বুখারায়।

২-

সহীহ মুসলিমের সংকলক ইমাম মুসলিম বিন হাজ্জাজ রহঃ (জন্ম ২০৬ হিজরী মোতাবিক ৮২২ ঈসাব্দ এবং মৃত্যু ২৬১ হিজরী মোতাবিক ৮৭৫ ঈসাব্দ) এর জন্মস্থান হল বর্তমান ইরানের নিশাপুরে।

৩-

সুনানে আবূ দাউদের সংকলক ইমাম আবূ দাউদ রহঃ (জন্ম ২০২ হিজরী মোতাবিক ৮১৭ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৫ হিজরী মোতাবিক ৮৮৮ ঈসাব্দ) এর জন্মস্থান হল ইরানের সিজিস্তানে।

৪-

জামে তিরমিজীর সংকলক ইমাম আবূ ঈসা মুহাম্মদ তিরমিজী রহঃ (জন্ম ২০৯ হিজরী মোতাবিক ৮২৪ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৯ হিজরী মোতাবিক ৮৯২ ঈসাব্দ) এর জন্মস্থান হল উজবেকিস্তানের তিরমিজ শহরে।

৫-

সুনানে নাসায়ীর সংকলক ইমাম আহমাদ বিন শুয়াইব নাসায়ী রহঃ (জন্ম ২১৪ হিজরী মোতাবিক ৮২৯ ঈসাব্দ এবং মৃত্যু ৩০৩ হিজরী মোতাবিক ৯১৫ ঈসাব্দ) এর জন্মস্থান বর্তমান তুর্কমেনিস্তানের নাসা শহরে।

৬-

সুনানে ইবনে মাজাহ এর সংকলক ইমাম মুহাম্মদ বিন মাজাহ রহঃ (জন্ম ২০৯ হিজরী মোতাবিক ৮২৪ ঈসাব্দ এবং মৃত্যু ২৭৩ হিজরী মোতাবিক ৮৮৬ ঈসাব্দ) এর জন্মস্থান হল ইরানের কাযয়ীন শহরে।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *