প্রশ্ন
যদি কোন দাবি ছাড়া এমনিতেই কোরআন খতম করার পরে সাহেবে দাওয়াত টাকা দেয়,
তাহলে সেই টাকার হুকুম কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এভাবে কুরআন খতমের বিনিময়ে টাকা গ্রহণ জায়েজ নেই। যেমন দেয়া জায়েজ নেই, তেমন নেয়াও জায়েজ নেই। এই টাকা দাতাকে ফেরত দিতে হবে। না নিতে চালে দান করে দিতে হবে।
ولا تشتروا بآياتى ثمنا قليلا (سورة البقرة-41)
وإن القراءة لشيء من الدنيا لا تجوز، وإن الآخذ والمعطى أثمان، اقرءوا القرآن ولا تأكلوا به (رد المحتار، زكريا-9/76-77، كرتاشى-5/56)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]