প্রশ্ন
মুফতী সাহেবের কাছে জানার বিষয় হলো, এক ব্যক্তি তার স্ত্রীর সাথে তিন বছর ধরে সংসার করছে। একদিন ঝগড়া করে বলে যে, তোকে এক তালাকে বাইন দিলাম।
স্ত্রী এতে রাগ করে বাবার বাড়ি চলে যায়। স্বামী স্ত্রীকে অনেক বলার পরও স্ত্রী স্বামীর বাড়িতে আসতে রাজী হয় না।
এতে করে স্বামী ক্ষিপ্ত হয়ে আরো দুই তালাক প্রদান করে।
এক্ষেত্রে বলে রাখা ভালো যে, উক্ত দুই তালাক দেবার ঘটনা প্রথম এক তালাকে বাইন দেবার পর এক সপ্তাহ পর ঘটেছে।
এখন আমার জানার বিষয় হলো, এক তালাকে বাইন দেবার পর ইদ্দত চলাকালীন আরো দুই তালাক দিলে কি তা পতিত হয়? দয়া করে তাড়াতাড়ি জানালে কৃতজ্ঞ হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
তালাকে বাইন দেবার পর ইদ্দত চলাকালীন আরো তালাক প্রদান করে থাকে, তাহলে সেই তালাক পতিত হয়ে থাকে।
সেই হিসেবে উক্ত ব্যক্তির স্ত্রীর উপর তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে তার উপর হারাম হয়ে গেছে। তার সাথে আর নতুন বিয়ে করেও ঘরসংসার করার সুযোগ নেই।
তবে যদি অন্যত্র উক্ত স্ত্রীর বিয়ে হয়, তারপর কোন কারণে দ্বিতীয় স্বামী মারা যায়, বা তালাক দেয়, তাহলে ইদ্দত শেষে প্রথম স্বামী বিয়ে করতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফিরে আসার কোন সূরত নেই।
الصريح يلحق الصريح، ويلحق البائن بشرط العدة (الدر المختار مع رد المحتار، زكريا-4/540، كرتاشى-3/306)
فإذا أبان امرأته ثم طلقها ثلاثا فى العدة وقع (رد المحتار، زكريا-4/541، كرتاشى-3/307، البحر الرائق، زكريا-3/531)
والصريح يلحق البائن….. قال للمبانة: أنت طالق بائن يقع أخرى (الفتاوى البزازية، كتاب الطلاق، جديد زكريا-1/113، الفتاوى التاتارخانية-4/523، رقم-6822)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।
ইমেইল– [email protected]